thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

‘বিশ্বাসই করিনি এমন অবস্থায় আমরা জিততে পারব’

২০২২ ফেব্রুয়ারি ২৩ ২২:২৪:৫৯
‘বিশ্বাসই করিনি এমন অবস্থায় আমরা জিততে পারব’

দ্য রিপোর্ট প্রতিবেদক: ৪৫ রানে ৬ উইকেট হারানোর পর আবারও ঘুরে দাঁড়ানো সম্ভব- এমনটা বিশ্বাস করেননি বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল। সাকিব, লিটন, মুশফিকুর, মাহমুদউল্লাহর ব্যাটে যা সম্ভব হয়নি সেটা বাস্তবে রূপ দিয়েছেন মেহেদি ও আফিফ।

এমন অবিশ্বাস্য জয়ের পর তামিম ইকবাল বলেন, সত্যি বলতে, আমি বিশ্বাস করিনি যে আমরা এমন অবস্থায় জিততে পারব। তবে মেহেদি ও আফিফের অবিশ্বাস্য ইনিংসের জন্য আমি অত্যন্ত খুশি। তাদের জন্যই এটা সম্ভব হয়েছে। আফগানিস্তানের দুর্দান্ত আক্রমণ সত্ত্বেও মেহেদি ও আফিফ ভালো করেছে।

বাংলাদেশের ৪৫ রানে ৬ উইকেট হারানোর পর জয় প্রায় নিশ্চিত ধরে নিয়েছিল আফগানিস্তান। কিন্তু সেখান থেকেই মিরাজ-আফিফের দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। শেষ পর্যন্ত বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে টাইগাররা।

আফগানিস্তানের দেওয়া ২১৬ রানের জবাবে ৬ উইকেট হারিয়ে ২১৯ রান করে বাংলাদেশ। ৭ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা।

ম্যাচটিতে মাত্র ৪৬ রানে ৬টি উইকেটের পতন হলেও মেহেদি হাসান মিরাজ ও আফিফ হোসেনের দুর্দান্ত পার্টনারশিপে বাংলাদেশ শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে সমর্থ হয়েছে। তারা দুজন মিলে ১৭৪ রানের পার্টনারশিপ গড়ে তোলেন।

মেহেদি হাসান মিরাজ ১২০ বল খেলে ৮১ রান করেন। অন্যদিকে আফিফ হোসেন ১১৫ বল খেলে ৯৩ রান করেন। ওয়ানডে ক্যারিয়ারে দুজনেরই যা সর্বোচ্চ রানের ইনিংস।

(দ্য রিপোর্ট/আরজেড/২৩ ফেব্রুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর