thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

বল-ব্যাটে দারুণ নৈপুণ্য, সেরার পুরস্কার মিরাজের

২০২২ ফেব্রুয়ারি ২৪ ১০:৪২:২২
বল-ব্যাটে দারুণ নৈপুণ্য, সেরার পুরস্কার মিরাজের

দ্য রিপোর্ট প্রতিবেদক: চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২১৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৫ রানে যখন ৬ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ।

ওই সময় সবাই এক বাক্যে বলেছিল আফগানদের বিপক্ষে ম্যাচটি খুব সহজেই হেরে যাবে টাইগাররা। কিন্তু মেহেদি হাসান মিরাজ ও আফিফ হোসেনের ১৭৪ রানের অনবদ্য পার্টনারশিপ শেষ পর্যন্ত ৪ উইকেটের স্বস্তির জয় এনে দিয়েছে বাংলাদেশকে। দুজনে দলকে শুধু জেতাননি, বাংলাদেশের হয়ে সপ্তম উইকেট জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ডও গড়েছেন।

টপ-অর্ডারের ব্যাটারদের ব্যর্থতার দিনে মিরাজ ১২০ বল খেলে ৮১ রান এবং আফিফ ১১৫ বল খেলে ৯৩ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েন। তবে দুজন মিলে বাংলাদেশকে জয়ের স্বাদ এনে দিলেও ম্যাচ শেষে সেরার পুরস্কার তুলে দেওয়া হয়েছে মেহেদি হাসান মিরাজের হাতে।

কারণ, ব্যাটিংয়ের পাশাপাশি তার বোলিংয়ের বিষয়টাও বিবেচনায় আনা হয়েছে। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ১০ ওভার বল করে মাত্র ২৮ রান দেন। যদিও তিনি কোনো উইকেট তুলে নিতে পারেননি। তবে আফগানদের রান তোলার দিক দিয়ে চেপে রাখতে কার্যকর ভূমিকা রাখেন।

বাংলাদেশের পক্ষে মেহেদী হাসান মিরাজ উইকেট না পেলেও ১০ ওভারে ২ দশমিক ৮০ করে রান দিয়েছেন। শরিফুল ইসলাম প্রতি ওভারে ৩ দশমিক ৮০ করে রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। এ ছাড়া মোস্তাফিজুর রহমান (৩.৮৮) ৩ উইকেট, তাসকিন আহমেদ (৫.৫০) ও সাকিব আল হাসান (৫.৫৫) নেন ২টি করে উইকেট। মাহমুদউল্লাহ ১ ওভারে ৪ রান দিয়ে নেন ১ উইকেট।

(দ্য রিপোর্ট/আরজেড/২৪ ফেব্রুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর