thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

রাশিয়ার বোমা হামলা: শহর ছেড়ে পালাচ্ছেন ইউক্রেনের বাসিন্দারা

২০২২ ফেব্রুয়ারি ২৪ ১৬:০২:২০
রাশিয়ার বোমা হামলা: শহর ছেড়ে পালাচ্ছেন ইউক্রেনের বাসিন্দারা

দ্য রিপোর্ট ডেস্ক: ইউক্রেনের নির্দিষ্ট স্থানে সামরিক হামলার চালানোর ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পরই ইউক্রেনের রাজধানী কিয়েভ লক্ষ্য করে হামলা চালায় রাশিয়া। এরইমধ্যে কিয়েভ ছেড়ে পালাতে শুরু করেছে সেখানকার বাসিন্দারা।

বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৫টা ৫৫ মিনিটের দিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সেনা অভিযানের ঘোষণা কয়েক মিনিট পর দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়ে যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে কিয়েভের অনেকে তাদের আতঙ্কের অনুভূতির কথাগুলো শেয়ার করছেন। টেলিভিশনের ফুটেজে দেখা গেছে লোকজন দল বেঁধে রাস্তায় প্রার্থনা করছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের সাংবাদিক লুক হার্ডিং টুইটারে বলেন, রাস্তায় খুব কম লোক আছে। মানুষদের ক্যাশ মেশিনে সারিবদ্ধ দেখা গেছে।

ইউক্রেনের পূর্বাঞ্চলে সামরিক অভিযানের ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানকার নাগরিকদের রক্ষার জন্যই এই সামরিক অভিযান শুরু হবে বলে জানিয়েছেন তিনি।

(দ্য রিপোর্ট/আরজেড/২৪ ফেব্রুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর