thereport24.com
ঢাকা, বুধবার, ২২ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২২ রজব 1446

আমি লজ্জিত, শোকাহত: নোবেল জয়ী রুশ সাংবাদিক মুরাতভ

২০২২ ফেব্রুয়ারি ২৫ ০৯:৫৭:১২
আমি লজ্জিত, শোকাহত: নোবেল জয়ী রুশ সাংবাদিক মুরাতভ

দ্য রিপোর্ট ডেস্ক: হামলার ঘটনায় আমি লজ্জিত এবং শোকাহত। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে একথা বলেছেন শান্তিতে নোবেল জয়ী রুশ সাংবাদিক দিমিত্রি মুরাতভ।

ইউকে্রেনে রুশ আগ্রাসনের ঘটনায় এমন আত্মপীড়াদায়ক মন্তব্যকারী দিমিত্রি মুরাতভ ছিলেন নোভায়া গেজেতা পত্রিকার প্রধান সম্পাদক। গণতন্ত্র ও টেকসই শান্তির অন্যতম পূর্বশর্ত মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে তার লড়াইয়ের স্বীকৃতি হিসেবে মুরাতভকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় চলতি বছর।

ইউক্রেনের স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৫টা ৫৫ মিনিটে যুদ্ধ ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পরই ইউক্রেনের রাজধানী কিয়েভ লক্ষ্য করে হামলা শুরু করে রাশিয়া।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, হামলার মুখে কিয়েভ ছেড়ে পালাতে শুরু করেছে সেখানকার বাসিন্দারা।

এ অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে কিয়েভের অনেকে তাদের আতঙ্কের অনুভূতি শেয়ার করছেন। কিছু কিছু টিভি ফুটেজে দেখা গেছে, হামলার মুখে লোকজন রাস্তায় দল বেঁধে প্রার্থনা করছে।

(দ্য রিপোর্ট/আরজেড/২৫ ফেব্রুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

সাহিত্য এর সর্বশেষ খবর

সাহিত্য - এর সব খবর