thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

ইউক্রেনে প্রথম সামরিক সরঞ্জাম পাঠাল পোল্যান্ড

২০২২ ফেব্রুয়ারি ২৬ ১৫:৫৭:০৩
ইউক্রেনে প্রথম সামরিক সরঞ্জাম পাঠাল পোল্যান্ড

দ্য রিপোর্ট ডেস্ক: ইউক্রেন সাহায্য হিসেবে ঠিক কী পরিমাণ গোলাবারুদ পাঠিয়েছে তা জানা যায়নি। তবে পোল্যান্ড শুধু সামরিক সহায়তাই দিচ্ছে না। ইউক্রেন থেকে আসা শরণার্থীদের জন্য সীমান্ত খুলে দিয়েছে দেশটি। দুই দেশই একসময় সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল।

ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর প্রথম কোনো দেশ হিসেবে পোল্যান্ড দেশটিকে সাহায্য করতে সামরিক সহায়তা পাঠিয়েছে পোল্যান্ড।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী মারিউজ ব্লাজ্যাকের জানিয়েছেন, দেশটি ইউক্রেনে গোলাবারুদের একটি কনভয় পাঠিয়েছে।

তিনি বলেন, গোলাবারুদ ইতোমধ্যে আমাদের প্রতিবেশীদের কাছে পৌঁছে গেছে। আমরা ইউক্রেনীয়দের পাশে দাঁড়িয়েছি ও রুশ হামলার বিরুদ্ধে সংহতি প্রকাশ করছি।

যদিও ইউক্রেন সাহায্য হিসেবে ঠিক কী পরিমাণ গোলাবারুদ পাঠিয়েছে তা জানা যায়নি। তবে পোল্যান্ড শুধু সামরিক সহায়তাই দিচ্ছে না। ইউক্রেন থেকে আসা শরণার্থীদের জন্য সীমান্ত খুলে দিয়েছে দেশটি। দুই দেশই একসময় সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল।

পোল্যান্ডের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

(দ্য রিপোর্ট/আরজেড/২৬ ফেব্রুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর