thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

আলিয়ার ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’-তে মজেছেন সামান্থা

২০২২ ফেব্রুয়ারি ২৭ ১৭:৫১:২৩
আলিয়ার ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’-তে মজেছেন সামান্থা

দ্য রিপোর্ট ডেস্ক: প্রথম বার একসঙ্গে কাজ করেছেন পরিচালক সঞ্জয় লীলা ভন্সালী এবং আলিয়া ভট্ট। সামান্থার আগেই এই ছবিতে আলিয়ার অভিনয়ের প্রশংসা করেছিলেন ভিকি কৌশল।

মুক্তির আগেই ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ নিয়ে মামলার মুখে পড়তে হয়েছিল পরিচালক সঞ্জয় লীলা ভন্সালীকে। কিন্তুর মুক্তির পর দেখা গিয়েছে অন্য ছবি। দর্শকদের মনে জায়গা করে নিয়েছে আলিয়ার গঙ্গুবাই। প্রথম দিনই ১০ কোটি টাকা লক্ষ্মীলাভ করেছে নারীকেন্দ্রিক এই ছবি। এ বার ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ নিয়ে মজলেন সামান্থা প্রভুও।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সামান্থা জানালেন আলিয়ার ছবি কেমন লেগেছে। এক কথায় ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ তাঁর কাছে ‘অনবদ্য’। ‘গঙ্গুবাই’ চরিত্রে অভিনয় নিয়ে আলিয়া ভট্টকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ‘দ্য ফ্যামিলি ম্যান ২’-র ‘রাজি’।

তার কথায়, ‘গঙ্গুবাই হিসেবে আলিয়ার অভিনয় ভাষায় বর্ণনা করা কঠিন। আলিয়ার প্রতিটি সংলাপ এবং অভিব্যক্তি চিরকাল আমার মনে থেকে যাবে।’

সামান্থার আগেই এই ছবিতে আলিয়ার অভিনয়ের প্রশংসা করেছিলেন ভিকি কৌশল। প্রথম বার একসঙ্গে কাজ করেছেন পরিচালক সঞ্জয় লীলা ভন্সালী এবং আলিয়া ভট্ট। ছবির পথে এসেছে অনেক বাধা। গঙ্গুবাইয়ের পরিবারের পক্ষ থেকে নানা অভিযোগ করা হয়েছিল। শীর্ষ আদালত ছবির পরিচালক সঞ্জয়কে এই ছবির নাম বদলের পরামর্শও দিয়েছে। সেই মামলার এখনও নিষ্পত্তি হয়নি। সব কিছু পেরিয়ে ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’-র সাফল্য আলিয়া ভট্ট এবং সঞ্জয় লীলা ভন্সালীর কাছে খানিকটা স্বস্তির।

(দ্য রিপোর্ট/আরজেড/২৭ ফেব্রুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর