thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

যুক্তরাজ্য-ফ্রান্সের নাগরিকদের দ্রুত রাশিয়া ছাড়ার নির্দেশ

২০২২ ফেব্রুয়ারি ২৮ ১৩:১১:৫১
যুক্তরাজ্য-ফ্রান্সের নাগরিকদের দ্রুত রাশিয়া ছাড়ার নির্দেশ

দ্য রিপোর্ট ডেস্ক: রাশিয়া ত্যাগের জন্য নিজ নিজ দেশের নাগরিকদের নির্দেশ দিয়েছে যুক্তরাজ্য ও ফ্রান্স। স্থানীয় সময় সোমবার মস্কোয় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতবাস ও ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের প্রতি নিরাপত্তাগত কারণ দেখিয়ে এই নির্দেশনা জারি করে।

মস্কোয় অবস্থিত মার্কিন দূতাবাস এক বিবৃতিতে বলেছে, ইউরোপীয় ইউনিয়নের আকাশসীমা নিষেধাজ্ঞায় অনেক রাশিয়ান এয়ারলাইন্সের অনেক ফ্লাইট বাতিল হচ্ছে। তাই বাণিজ্যিক সুযোগ-সুবিধা চালু থাকতেই যুক্তরাষ্ট্রের নাগরিকদের রাশিয়া ত্যাগ করা উচিত।

অন্যদিকে, ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রাশিয়াতে অবস্থানরত ফ্রান্সের সব নাগরিকের উচিত দ্রুত দেশটি ত্যাগ করা।

প্রসঙ্গত, ইউক্রেনে হামলার পাল্টা জবাবে রাশিয়ান বিমানের জন্য ইউরোপীয় ইউনিয়নের আকাশসীমা বন্ধের ঘোষণার পরপরই এ নির্দেশ দিল ফ্রান্স। পাশাপাশি কোনো ফ্রেঞ্চ নাগরিকের রাশিয়ায় যাওয়ার শিডিউল থাকলে তা বাতিলের পরামর্শও দেওয়া হয়েছে ওই বিবৃতিতে।

রাশিয়ার কৌশলগত পারমাণবিক বাহিনীকে বিশেষ সতর্কতায় রেখেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিবিসি ও গার্ডিয়ানের খবর বলছে, ন্যাটো দেশগুলোর আগ্রাসী মন্তব্যের জবাবে পরমাণু অস্ত্র প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে।

এর জবাবে ন্যাটো প্রধান জেনস স্টোলটেনবার্গ বলেছেন, রাশিয়ার সামরিক বাহিনীকে পরমাণু শক্তিকে প্রস্তুত রাখতে পুতিনের নির্দেশ ‘বিপজ্জনক’ ও ‘দায়িত্বজ্ঞানহীন’।

তিনি বলেন, ইউক্রেনের ভূমিতে তারা যা করছেন, তার সঙ্গে যদি পুতিনের বক্তব্য মেলান, তাহলেই পরিস্থিতি ভয়াবহতা বুঝতে পারবেন। তার মতে, রাশিয়ার একটি স্বাধীন, সার্বভৌম দেশের বিরুদ্ধে পুরোদমে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে।

তিনি বলেন, জাতিসংঘের কনভেনশন অন প্রহিবিশন অর রেস্ট্রিকশনস অন দ্য ইউজ বা ইনসেন্ডিয়ারি ওয়েপনস অনুসারে এই বোমার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/২৮ ফেব্রুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর