thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

গুরবাজের শতকে রেকর্ড ব্যবধানে জিতল আফগানিস্তান

২০২২ ফেব্রুয়ারি ২৮ ১৮:৪৬:২২
গুরবাজের শতকে রেকর্ড ব্যবধানে জিতল আফগানিস্তান

দ্য রিপোর্ট প্রতিবেদক: এর আগে বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার ১০টি ওয়ানডেতে এত বড় ব্যবধানে টাইগারদের হারাতে পারেনি আফগানরা। ঘরের মাঠে ৩ ম্যাচ সিরিজের প্রথম দুটি ওয়ানডে জিতে সিরিজ নিজেদের করে নিয়ে তৃতীয় ম্যাচটায় নির্ভর ছিল বাংলাদেশ।

এই সুযোগটাই নিয়ে নিল আফগানিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচটা হেরে বিশ্বকাপ সুপার লিগের মূল্যবান ১০টি পইয়েন্ট হারাল টাইগাররা। চট্টগ্রামে আগে ব্যাট করে ৪৫ দশমিক ১ ওভারে ১৯২ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ।

ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে অনায়াস জয় তুলে নিয়েছে আফগানিস্তান। দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও রিয়াজ হাসানের ৭৯ রানের জুটিতে সূচনাটা দারুণ হয় সফরকারীদের। রিয়াজকে ৩৫ রানে ফিরিয়ে জুটি ভাঙেন সাকিব আল হাসান। ডাউন দ্য উইকেটে গিয়ে শট নিতে গেলে স্টাম্পিং হন এই ওপেনার।

দ্বিতীয় জুটিটা এক শ’ রানের। রহমত শাহ ৪৭ (৪৯) রানের ইনিংস খেলে বিদায় নেন দলীয় ১৭৯ রানের মাথায় মেহেদী মিরাজের বলে স্টাম্পিং হয়ে। এরমধ্যে ফিফটি তুলে নেন ওপেনার গুরবাজ। মাত্র ২ রান করা হাশমতউল্লাহ শাহীদিকেও মিরাজ ফেরান এলবিডব্লু করে।

একপ্রান্তে উইকেট গেলেও পঞ্চাশ পূর্ণ করে এক শ’ রানের পথে অবিচল ছিলেন গুরবাজ। ক্যারিয়ারের তৃতীয় শতক তোলার সঙ্গে দলকেও এনে দেন জয়। গুরবাক খেলেছেন ১১০ বলে ৭ চার ও ৪ ছয়ে ১০৬ রানের ইনিংস। ১৯২ রান টপকাতে আফগানিস্তানের খেলতে হয় ৪০ দশমিক ১ ওভার।

বাংলাদেশের পক্ষে ২ উইকেট নেন মেহেদী মিরাজ, ১ উইকেট নেন সাকিব আল হাসান।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ১১ রান করে বিদায় নেন তামিম ইকবাল। গত দুই ম্যাচের মতো এই ম্যাচেও ফজল ফারুকীর বলে আউট হয়ে ফেরেন সাজঘরে।

তামিমের পর সাকিব আল হাসান বিদায় নেন ৩০ (৩৬) রান করে মোহাম্মদ নবির বলে ক্যাচ দিয়ে। মুশফিকুর রহিমকে ৭ রানে ফেরান রশিদ খান। ইয়াসির আলী রাব্বির এই ম্যাচেও ছিলেন ব্যর্থ। ১ রান করে রশিদের বলে ক্যাচ দেন গুলবাদিন নাইবের হাতে।

দলের বিপর্যয়ে লিটন খেলেছেন বুক চিতিয়ে। গত ম্যাচে শতক হাঁকানোর পর এই ম্যাচেও ছিলেন শত রানের অনেক কাছে। তবে মুজিব উর রহমানের বল স্লগ সুইফ করতে গিয়ে ক্যাচ তুলে দেন ৮৬ (১১৩) রানের মাথায়।

লিটনের ফেরার পর কেবল মাহমুদউল্লাহ রিয়াদ ছুঁতে পারেন দুই অঙ্কের রান। আফিফ হোসেন ৫, মেহেদী মিরাজ ৬, তাসকিন আহমেদ ০, শরিফুল ইসলাম ৭ রানের ফেরেন সাজঘরে। মাহমুদউল্লাহ অপরাজিত থেকে যান ২৯ (৫৩) রানে।

আফগানদের পক্ষে ৩ উইকেট নেন রশিদ খান। ২ উইকেট নেন মোহাম্মদ নবি। ১টি করে উইকেট নেন ফজল হক, আজমতউল্লাহ ওমরযাই।

(দ্য রিপোর্ট/আরজেড/২৮ ফেব্রুয়ারি, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর