thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

চেলসি বিক্রি করে দিচ্ছেন আব্রাহামোভিচ

২০২২ মার্চ ০৩ ১০:২৪:২৩
চেলসি বিক্রি করে দিচ্ছেন আব্রাহামোভিচ

দ্য রিপোর্ট ডেস্ক: ইউরোপে একদিকে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, যার প্রভাব পড়ছে সারা বিশ্বে। রাশিয়ানদের বিরুদ্ধে জনমনে যে ক্ষোভ বাসা বেঁধেছে, তা ছড়িয়ে পড়ছে নানা জায়গায়। এর উল্লেখযোগ্য উদাহরণ হতে পারে ক্লাব চেলসি। দলটি ইংলিশ হলেও মালিক রোমান আব্রাহামোভিচ রুশ হওয়ায় খুব কঠিন অবস্থায় পড়ে গেছে লন্ডনের ক্লাবটি। একরকম বাধ্য হয়েই প্রিয় ক্লাবটি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

আব্রামোভিচ সম্প্রতি এক বিবৃতিতে জানিয়েছেন বিষয়টি। সেখানে তিনি বলেন, ‘আমি আগেই জানিয়েছিলাম, ক্লাবের স্বার্থ সামনে রেখেই সব সিদ্ধান্ত নিয়েছি। সে কারণেই বর্তমান অবস্থার প্রেক্ষিতে আমি ক্লাবটা বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমার বিশ্বাস, এটাই এখন ক্লাবের জন্য, ভক্তদের জন্য, এখানকার কর্মকর্তা-কর্মচারীদের জন্য, ক্লাবের পৃষ্ঠপোষক ও অংশীদারদের জন্য কল্যাণ বয়ে আনবে।’

গুঞ্জন ছিল, তার দেশ রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর যুক্তরাজ্য সরকার তাকে নিষিদ্ধ ঘোষণা করতে পারে ইংল্যান্ডের মাটিতে। এখানেই শেষ নয়, সে দেশে তার সব ধরনের সম্পত্তিও বাজেয়াপ্ত করতে পারে। সেটা হয়ে গেলে তার চেলসিও আওতায় পড়ত সেই ‘সম্পদের’। যার ফলে ক্লাব বিক্রি করার সব পথ রূদ্ধ হয়ে যেত। সে কারণে তার আগেই ক্লাব বিক্রির ঘোষণাটা দিলেন আব্রামোভিচ।

কারণটাও জানালেন তিনি। বললেন, ‘এই ক্লাবটা কখনো আমার জন্য ব্যবসার জায়গা ছিল না, এটা সবসময়ই আমার জন্য খেলাটার প্রতি ও ক্লাবের প্রতি আবেগের একটা জায়গা ছিল।’

(দ্য রিপোর্ট/আরজেড/০৩ মার্চ, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর