thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ডিএসইর টপটেন লুজার তালিকা

২০২২ মার্চ ০৩ ১৯:৩৭:১১
ডিএসইর টপটেন লুজার তালিকা

দ্য রিপোর্ট প্রতিবেদক: বৃহস্পতিবার (০৩ মার্চ) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৪০টির বা ৩৬.৯৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। আগের কার্যদিবসের মতো আজও এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ইউনিটের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের কার্যদিবস এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ইউনিটের ক্লোজিং দর ছিল ৮.১০ টাকায়। আজ লেনদেন শেষে এর ইউনিটের ক্লোজিং দর দাঁড়ায় ৭.৪০ টাকায়। অর্থাৎ আজ ফান্ডটির ইউনিট দর ০.৭০ টাকা বা ৮.৬৪ শতাংশ কমেছে। এর মাধ্যমে এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এসোসিয়েটেড অক্সিজেনের ৫.৬৩ শতাংশ, ইয়াকিন পলিমারের ৪.৮৭ শতাংশ, জিলবাংলা সুগারের ৩.৮৯ শতাংশ, ক্রাউন সিমেন্টের ৩.৮৯ শতাংশ, প্রাইম ইন্স্যুরেন্সের ৩.৬১ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৩.৫০ শতাংশ, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের ৩.৪৩ শতাংশ, বিআইএফসির ৩.১২ শতাংশ এবং ইমাম বাটনের শেয়ার দর ৩.১১ শতাংশ কমেছে।

(দ্য রিপোর্ট/আরজেড/০৩ মার্চ, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর