thereport24.com
ঢাকা, শনিবার, ১১ মে 24, ২৭ বৈশাখ ১৪৩১,  ৩ জিলকদ  1445

ডিএসইর টপটেন গেইনার তালিকা

২০২২ মার্চ ০৩ ১৯:৪২:১৯
ডিএসইর টপটেন গেইনার তালিকা

দ্য রিপোর্ট প্রতিবেদক: বৃহস্পতিবার (০৩ মার্চ) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৬৪টির বা ৪৩.২৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন হা-ওয়েল টেক্সটাইলের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের কার্যদিবস হা-ওয়েল টেক্সটাইলের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪২.২০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৪৫.৬০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩.৪০ টাকা বা ৮.০৫ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে হা-ওয়েল টেক্সটাইল ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সুহৃদের ৭.১০ শতাংশ, বিডি থাই ফুডের ৬.০৬ শতাংশ, জাহিন স্পিনিংয়ের ৫.৩১ শতাংশ, একমি পেস্টিসাইডসের ৪.৮১ শতাংশ, খুলনা পাওয়ারের ৪.৫৩ শতাংশ, তমিজউদ্দিন টেক্সাটাইলের ৪.২৯ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বরের ৪.২০ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্সের ৩.৮০ শতাংশ এবং ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ডের ইউনিট দর ৩.৭০ শতাংশ বেড়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/০৩ মার্চ, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর