thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রুশ বাহিনীর দখলে

২০২২ মার্চ ০৪ ১৫:১৯:৫২
ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রুশ বাহিনীর দখলে

দ্য রিপোর্ট ডেস্ক: ইউক্রেনের জেপোরোজিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্র দখলে নিয়েছে রাশিয়া। তীব্র লড়াইয়ের পর অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিদ্যুৎ কেন্দ্রটি দখলে নেয় রুশ সেনারা। ইউক্রেনের এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটি পুরো ইউরোপের মধ্যে সবচেয়ে বড়। খবর বিবিসির।

এর আগে কিয়েভের পক্ষ থেকে দাবি করা হয়, রাশিয়ার ট্যাংকের গোলার আঘাতে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটিতে আগুন লাগে। শুরুর দিকে আগুন নেভাতেও বাধা দেয়া হয়েছে রুশ সেনাদের পক্ষ থেকে। পরে দমকল বাহিনীর তৎপরতায় আগুন নেভানো সম্ভব হয়েছে। এ ছাড়া পারমাণবিক কেন্দ্র ও তার আশপাশে তেজস্ক্রিয়তার মাত্রাও স্বাভাবিক রয়েছে।

ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এই জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ইউক্রেনের চাহিদার চার ভাগের এক ভাগ বিদ্যুতের জোগান দেয় এই কেন্দ্রটি।

(দ্য রিপোর্ট/আরজেড/০৪ মার্চ, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর