thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ইস্টার্ন ক্যাবলসের লোকসানে উদ্বিগ্ন বিএসইসি

২০২২ মার্চ ০৫ ১৭:৩০:১৭
ইস্টার্ন ক্যাবলসের লোকসানে উদ্বিগ্ন বিএসইসি

মাহি হাসান, দ্য রিপোর্ট: পুঁজিবাজারের তালিকাভুক্ত সরকারি মালিকানাধীন কোম্পানি ইস্টার্ন ক্যাবলস লিমিটেড টানা দুই বছর ধরে লোকসান গুণছে। এর প্রতিটি শেয়ারে আয়(ইপিএস) কমেছে। এই নেতিবাচক ইপিএস নিয়ে চিন্তিত শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন ( বিএসইসি)। প্রথম প্রান্তিকের প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ওপর মত জানতে চেয়ে কোম্পানির কাছে পাঠানো চিঠিতে এই উদ্বেগ প্রকাশ পেয়েছে। কোম্পানির আরও কিছু বিষয়ের অসংগতি নিয়ে জানতে চেয়ে কোম্পানি বরাবর চিঠি দিয়েছে বিএসইসি।

ইস্টার্ন ক্যাবলসের প্রথম প্রান্তিকের (২০২১ সালের জুলাই- সেপ্টেম্বর,) ইপিএস দেখানো হয়েছে মাইনাস ১ দশমিক ০১ টাকা।২০২০ সালের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদনেও মাইনাস ১ দশমিক ২৩ টাকা ছিলো ইপিএস। টানা দুই বছর লোকসানে চলছে কোম্পানিটি। এর কারণ জানাতে বলা হয়েছে বিএসিইসির ওই চিঠিতে।

এছাড়া প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে কোম্পানি দীর্ঘমেয়াদি ঋণের কথা উল্লেখ করেছে । কিন্তু ঋণের পরিমাণ উল্লেখ করে নি। আইএএস (ইন্টারন্যাশনাল একাউন্টিং স্টান্ডার্স) অনুচ্ছেদ ৬০ অনুসারে চলতি এবং স্থায়ী সম্পদের পাশাপাশি সকল প্রকার বর্তমান ও দীর্ঘমেয়াদী দেনার কথা উল্লেখ করতে হয়। এছাড়া সকল প্রকার তারল্যের পরিমাণ উল্লেখ করতে হয়।যা তালিকাভুক্ত সরকারি এই কোম্পানিটি করেনি।

এক বছরের বেশি কোন স্বল্পমেয়াদী দায় থাকলে সেই দেনা ফেরত দেওয়ার বিষয়টিও উল্লেখ করতে হয় আর্থিক প্রতিবেদনে। কিন্তু সেটাও করেনি।

কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বরাবর ইস্যু করা চিঠিতে ঢাকা স্টক একচেঞ্জ তালিকাভুক্ত রেগুলেশন ২০১৫ এর ৩৭(২) বিধি অনুসারে এবছর ৩১ জানুয়ারির মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিলো।

এ ব্যাপারে কথা বলতে কোম্পানি সচিব মোহাম্মদ গোলাম মাওলার সঙগে যোগাযোগ করা হলে ছুটিতে আছেন জানিয়ে কথা বলতে রাজি হন নি।

উল্লেখ্য, প্রকৌশল খাতের এই কোম্পানিটি ২৬ কোটি টাকা পরিশোধিত মুলধন নিয়ে দেশের পুঁজিবাজারে আসে। শেয়ারের ফেইস ভ্যালু ১০ টাকা।

বি ক্যাটাগরির এই কোম্পানিটি সর্বশেষ লভ্যাংশ ঘোষনা করে ২০১৯ সালে, যা ছিল ৫%। এর আগে ২০১৭ ও ১৬ সালে ১০ শতাংশ করে লভ্যাংশ ঘোষণা করেছিল। এর আগে ২০১৫ সালে ১২ % লভ্যাংশ ঘোষণা করেছিলো।

কোম্পানিটিতে সরকারি শেয়ার রয়েছে ৫১ শতাংশ। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে শেয়ার রয়েছে ১৮ দশমিক ২২ শতাংশ। পরিচালকদের শেয়ারের সংখ্যা ১৭ দশমিক ৭৭ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার রয়েছে ১৩ দশমিক ০১ শতাংশ

সর্বশেষ,গত ৩ মার্চ শেয়ারটির মূল্য ছিলো১৩৩.৩০ টাকা। দিন ভর ১৩১ টাকা থেকে ১৩৪.৮০ টাকায় শেয়ারটির দর ওঠানামা করেছে।

উল্লেখ্য গত এক বছরে ১১৫ দশমিক ৬০ টাকা থেকে ১৭৪ দশমিক ৮০ টাকার মধ্যে উঠানামা করেছে।

(দ্য রিপোর্ট / টিআইএম/৫ মার্চ,২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর