thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

সামিন ফুডের সঙ্গে একীভুত হচ্ছে লোকসানি কোম্পানি আরএন স্পিনিং

২০২২ মার্চ ০৫ ২১:১০:৩৬
সামিন ফুডের সঙ্গে একীভুত হচ্ছে লোকসানি কোম্পানি আরএন স্পিনিং

দ্য রিপোর্ট প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ফার গ্রুপের লোকসানি কোম্পানি আর এন স্পিনিং মিলস একই গ্রুপের অ-তালিকাভুক্ত কোম্পানি সামিন ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড টেক্সটাইল মিলসের সঙ্গে একীভুত হতে চায়। ইতোমধ্যে একত্রীকরণ সংক্রান্ত কোম্পানিটি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) আবেদন করেছে। এরই ধারাবাহিকতায় কোম্পানিটির একত্রীকরণের বিষয়ে তিন সদস্যের একটি পরিদর্শন কমিটি গঠন করেছে বিএসইসি।

এর আগে গত বছরের ৩০ ডিসেম্বর সামিন ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড টেক্সটাইল মিলসের সঙ্গে একত্রীকরণ করার খসড়া স্কিমে অনুমোদন দিয়েছে আরএন স্পিনিং মিলসের পরিচালনা পর্ষদ। নিয়ন্ত্রক সংস্থা, শেয়ারহোল্ডার ও হাইকোর্টের অনুমোদন পাওয়ার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সম্প্রতি এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে বিএসইসি। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। একইসঙ্গে বিষয়টি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং আরএন স্পিনিং মিলসের ব্যবস্থাপনা পরিচালককে জানানো হয়েছে।

গঠিত তিন সদস্যের পরিদর্শন কমিটির সদস্যরা হলেন- বিএসইসির যুগ্ম পরিচালক সাইফুল ইসলাম, সহকারী পরিচালক মোসাব্বির আল আশিক ও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) উপ- ব্যবস্থাপক মো. রাকিবুল ইসলাম। এ কমিটির দলনেতা হিসেবে দায়িত্ব পালন করবেন মো. সাইফুল ইসলাম। আর সদস্য সচিবের দায়িত্বে রয়েছেন রাকিবুল ইসলাম। এ তথ্য বিএসইসি সূত্রে জানা গেছে।

গঠিত কমিটি সামিন ফুড অ্যান্ড বেভারেজের জমি, ভবন, কারখানা, অধিগ্রহণ করার প্রক্রিয়া ও উৎপাদন কার্যক্রম পরিদর্শন করে দেখবে। একইসঙ্গে কমিটি এসএফ টেক্সটাইলের গ্যাস, বিদ্যুৎ ও পানি ইত্যাদি সুবিধাদি পর্যাপ্ততা খতিয়ে দেখবে। পাশাপাশি অধিগ্রহণ সংক্রান্ত বিষয়ক অন্যান্য তথ্যাদি যাচাই করে দেখবে। আর পরিদর্শন কার্যক্রম শেষে গঠিত কমিটিকে এ সংক্রান্ত প্রতিবেদন বিএসইসিতে দাখিল করতে নির্দেশ দিয়েছে বিএসইসি।

তথ্য মতে, সামিন ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড টেক্সটাইল মিলস ও আরএন স্পিনিং মিলস ফার গ্রুপের দুটি অঙ্গপ্রতিষ্ঠান। এর মধ্যে ২০১৮-১৯ হিসাব বছর থেকে উৎপাদন কার্যক্রম পরিচালনা করছে সামিন ফুড। কোম্পানিটির কারখানা গাজীপুর সদরের ভবানীপুরে। কারখানাটিতে ৭৯ হাজার ৮৪৮টি স্পিন্ডলের মাধ্যমে কটন, ভিসকস ও সিভিসি ইয়ার্ন স্পিনিং তৈরি করা হয়।

এদিকে গঠিত পরিদর্শন কমিটি ইতোমধ্যে আরএন স্পিনিং মিলসের সঙ্গে সামিন ফুড অ্যান্ড বেভারেজের একত্রীকরণ সংক্রান্ত বিষয় তথ্য চেয়েছে। এর মধ্যে- সামিন ফুড অ্যান্ড বেভারেজের কারখানার ঠিকানাসহ অন্যান্য অফিসের তথ্যাদি, কোম্পানিটির স্থায়ী সম্পদ ও জমি সংক্রান্ত তথ্য, কোম্পানিটির বিগত পাঁচ বছরসহ বর্তমান উৎপাদন ক্ষমতার তথ্য, ইউটিলিটি ও লজিস্টিক সাপোর্ট সংক্রান্ত তথ্য, আরএন স্পিনিং মিলসে ও সামিন ফুড অ্যান্ড বেভারেজের রেজিস্ট্রেশন অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসের (আরজেএসসি) তথ্য এবং উভয় কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের বর্তমান শেয়ারধারণ ও সর্বশেষ বার্ষিক প্রতিবেদন তথ্য চাওয়া হয়েছে।

গত ২ জানুয়ারি ডিএসইর ওয়েবসাইটে বিনিয়োগকারীদের এ বিষয়ে অবাহিত করার উদ্দেশ্যে জানানো হয়, সামিন ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রি অ্যান্ড টেক্সটাইল মিলস ও আরএন স্পিনিং মিলস সমজাতীয় পণ্য উৎপাদন করে। গাজীপুরে কোম্পানিটির ৭৯ হাজার ৮৪৮টি স্পিন্ডল রয়েছে। ২০১৮-১৯ হিসাব বছর থেকে বাণিজ্যিক কার্যক্রমে থাকা কোম্পানিটি তুলা, ভিসকস ও সিভিসি সুতার উৎপাদন করছে।

প্রসঙ্গত, আরএন স্পিনিং মিলস পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০১০ সালে। বর্তমানে কোম্পানিটি ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন করছে। কোম্পানিটির মোট পরিশোধিত মূলধন ৩৯২ কোটি ৫৪ লাখ ৫০ হাজার টাকা। সে হিসেবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৩৯ কোটি ২৫ লাখ ৪৪ হাজার ৮৩৪টি। এরমধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে ৩০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১১.৪৫ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ০.০৩ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৫৮.৫২ শতাংশ শেয়ার রয়েছে। কোম্পানিটি সর্বশেষ ২০১৮ সালের ৩০ জুন
সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য মাত্র ১০ শতাংশ বোনাস লভ্যাংশ প্রদান করেছে।

এরপর থেকে টানা তিন বছর ধরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ প্রদান করেনি। সর্বশেষ ২০২১ সালের আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি আয় বা ইপিএস দেখানো হয়েছে মাইনাস ১৮ পয়সা। আগের বছর ২০২০ সালে ইপিএস ছিলো মাইনাস ৮৮ পয়সা। ২০১৯ সালে ইপিএস ছিলো মাইনাস ১৫.৪৭ টাকা। সর্বশেষ আর এন স্পিনিং এর শেয়ার লেনদেন হয়েছে গত ৩ মার্চ বৃহস্পতিবার। এদিন শেয়ারের দর ওঠানামা করেছে ৬.২০ টাকা থেকে ৬.৪০ টাকার মধ্যে। গত এক বছরে সর্বনিম্ন ৩.৪০ থেকে সর্বোচ্চ ৮.৯০ টাকা দরে এর প্রতিটি শেয়ার লেনদেন হয়েছে।

(দ্য রিপোর্ট/ টিআইএম/ ৫ মার্চ, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর