thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

বাংলার সমৃদ্ধির ২৮ নাবিক রোমানিয়ায়: পররাষ্ট্রমন্ত্রী

২০২২ মার্চ ০৫ ২০:৪০:২১
বাংলার সমৃদ্ধির ২৮ নাবিক রোমানিয়ায়: পররাষ্ট্রমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক: ইউক্রেনের অলভিয়া বন্দরে রকেট হামলার কবলে পড়া জাহাজ বাংলার সমৃদ্ধির ২৮ নাবিককে রোমানিয়ায় নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

শনিবার (৫ মার্চ) জাতীয় প্রেসক্লাবে সিলেট রতœ ফাউন্ডেশনের আয়োজনে এক স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, জাহাজ বাংলার সমৃদ্ধির ২৮ নাবিককে ইউক্রেনের শেল্টার হাউস থেকে মালদোভা হয়ে রোমানিয়ায় নেওয়া হয়েছে। আমরা যত দ্রুত সম্ভব তাদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা করব।

ড. এ কে আবদুল মোমেন বলেন, আলোচনার মাধ্যমে রাশিয়া-ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় বাংলাদেশে।

হাদিসুরের মরদেহ নাবিকদের সঙ্গে রোমানিয়ায় নেওয়া হয়েছে কিনা, এ বিষয়ে পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা বলেন, চেষ্টা চলছে। কিন্তু আপনারা জানেন, মরদেহ বহনের জন্য বিশেষায়িত ফ্রিজিং ভ্যানের ব্যবস্থা করতে হয়। এখন ইউক্রেনে এই ভ্যানের সংকট রয়েছে। হাদিসুরের মরদেহ ওখানেই একটি হিমঘরে সংরক্ষিত আছে। পরিবহনের ব্যবস্থা করতে পারলেই মরদেহ রোমানিয়ায় নেওয়া হবে।

ইউক্রেনে জিম্মি ৫ বাংলাদেশির তথ্য ও পরিচয় জানার চেষ্টা করছে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

(দ্য রিপোর্ট/আরজেড/০৫ মার্চ, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর