thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১,  ১৭ জমাদিউস সানি 1446

ভালো কাজে জড়াতে চান তানহা তাসনিয়া

২০২২ মার্চ ০৬ ১১:০৬:২৫
ভালো কাজে জড়াতে চান তানহা তাসনিয়া

চিত্রনায়িকা তানহা তাসনিয়া। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি নাটক-ওয়েব সিরিজে দেখা যায় তাকে। তারই ধারাবাহিকতায় এই নায়িকা সম্প্রতি ‘ডোম’ নামের একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন। এতে তানহার সহশিল্পী রয়েছেন আবু হুরায়রা তানভীর। এটি নির্মাণ করেছেন চলচ্চিত্র নির্মাতা রাশেদ রাহা।

এবারই প্রথম নয়, এর আগেও ওয়েব সিরিজে অভিনয় করেছেন তানহা তাসনিয়া। নতুন ওয়েব সিরিজ প্রসঙ্গে তিনি বলেন, ‘ডোম’-এ আমি ব্যক্তি জীবনে যা সেই চরিত্রেই অভিনয় করেছি। একজন টপ নায়িকার ভূমিকায় দর্শকরা আমাকে দেখতে পাবেন। একজন চিত্রনায়িকার জীবনে ঘটে যাওয়া সব ঘটনা এ সিরিজে ফুটে উঠবে। নায়িকা হতে এসে কী ধরনের বাধা-বিপত্তি ও সংগ্রাম করতে হয় সেসব গল্প নিয়েই ‘ডোম’।

থ্রিলার গল্পের এই ওয়েব সিরিজে আরো অভিনয় করেছেন মৌ শিখা, জয়রাজ, প্রাণ রায়, লিটন, কাজী নওশাবা আহমেদ, দোলন দে প্রমুখ। রাজধানীর উত্তরা, পুরাণ ঢাকাসহ বেশ কয়েকটি লোকেশনে এর দৃশ্য ধারণ হয়।

বর্তমানে তানহা প্রস্তুতি নিচ্ছেন তারামন বিবির জীবনীভিত্তিক ‘তারামন’ সিনেমার জন্য। সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করবেন তিনি। মুক্তির অপেক্ষায় আছে রফিক সিকদার পরিচালিত ‘বসন্ত বিকেল’ সিনেমাটি। এতে অতিথি চরিত্রে অভিনয় করেছেন তিনি। তার সহশিল্পী আমান রেজা। এছাড়াও মুক্তির অপেক্ষায় আছে চিত্রনায়ক ইমনের বিপরীতে রকিবুল ইসলাম রাকিব পরিচালিত ‘বিয়ে আমি করব না’ সিনেমাটি।

শিগগিরই এই নায়িকা আসন্ন ঈদের কয়েকটি নাটকের শুটিংয়ে অংশ নেবেন। কথা চলছে নতুন সিনেমা নিয়ে। সামনের দিনগুলি বুঝে শুনেই এগুতে চান তিনি। যেমন তেমন কাজ নয়, নিজেকে ভালো কাজে জড়াতে চান তানহা।

রফিক সিকদার পরিচালিত ‘ভোলা তো যায় না তারে’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে নাম লেখান তানহা তাসনিয়া। এরপর শাকিব খানের বিপরীতে ‘ধূমকেতু’, আরিফিন শুভর সঙ্গে ‘ভালো থেকো’ সিনেমাগুলি করে আলোচনায় আসেন তিনি। এরপর দুই পর্দাতেই কাজ করছেন নায়িকা।

(দ্য রিপোর্ট/আরজেড/০৬ মার্চ, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর