thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

পাঁচ ম্যাচে নয় ক্যাচ ড্রপ মানতে পারছেন না ডোমিঙ্গো

২০২২ মার্চ ০৬ ১১:০৯:৫২
পাঁচ ম্যাচে নয় ক্যাচ ড্রপ মানতে পারছেন না ডোমিঙ্গো

দ্য রিপোর্ট প্রতিবেদক: সর্বশেষ টি-২০ বিশ্বকাপে সুপার টুয়েলভে বাংলাদেশ দলের হতাশার কারন বাজে ফিল্ডিং, ক্যাচ ড্রপ। শ্রীলংকা এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় হাতছাড়া করেছে বাংলাদেশ দল ভুরি ভুরি ক্যাচ ড্রপে। মুশফিক, লিটন, মাহমুদউল্লাহ, আফিফের হাত থেকে ফসকে গেছে ক্যাচ !

বাংলাদেশ দলের ফিল্ডিং হতাশ করায় দলের সঙ্গে দীর্ঘদিন ধরে থাকা প্রোটিয়া ফিল্ডিং কোচ রায়ন কুক হারিয়েছেন চাকরি। রায়ান কুককে বাদ দিয়ে অন্তবর্তীকালীন ফিল্ডিং কোচের দায়িত্ব মিজানুর রহমান বাবুল, রাজিন সালেহকে দিয়েও লাভ হয়নি।

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ থেকেই বাংলাদেশ দলকে ভুগিয়েছে ক্যাচ ড্রপ। তিন ম্যাচের ওয়ানডে এবং দুই ম্যাচের টি-২০ সিরিজে ৫ ম্যাচ মিলিয়ে বাংলাদেশ ফিল্ডাররা ড্রপ করেছে ৯টি ক্যাচ।

ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে রাহমানুল্লাহ গুরবাজকে ৬০ এবং ৬৩ রানের মাথায় ফিরিয়ে দেয়ার সুযোগ হাতছাড়া করায় ম্যাচ উইনিং সেঞ্চুরিতে (১০৬) ব্যবধান গড়েছেন ওই আফগান। শনিবার টি-২০ সিরিজের শেষ ম্যাচে ৩টি ক্যাচ ড্রপের মাশুল দিয়েছে বাংলাদেশ দল। যে তিনটি ক্যাচের ২টি করেছেন তরুণ ক্রিকেটার আফিফ, নাইম শেখ !

৫ ম্যাচে ৯ ক্যাচ ড্রপ কোনোভাবেই মানতে পারছেন না বাংলাদেশ দলের হেড কোচ-'পাঁচটি ম্যাচে নয়টি ক্যাচ ড্রপ করার কথা শোনা যায় না। আপনি যখন এমন কিছু নিয়ে চিন্তা করেন তখন তা অবিশ্বাস্য। আমরা মাঠে অনেক ভুল করি যার জন্য আমাদের মূল্য দিতে হয়েছে।'

টি-২০ বিশ্বকাপেও ক্যাচ ড্রপের মাশুল দিতে হয়েছে বলে মনে করছেন ডোমিঙ্গো-' বিশ্বকাপে, এমনকি ঘরের মাঠে টেস্ট ম্যাচে এর মূল্য দিতে হয়েছে। ছেলেরা অনেকগুলো ক্যাচ ফেলেছে। অনুশীলনে যে সব ক্যাচ নিতে পারছে, ম্যাচেও সেসব ক্যাচ ধরতে হবে।'

সিরিজের প্রথম ম্যাচের পিচের চেয়ে শেষ ম্যাচের পিচ স্বাভাবিক ব্যাটিংয়ের প্রতিবন্ধকতা গড়েছে, তা মনে করছেন ডোমিঙ্গো-'আমি মনে করি না যে আজকের পিচে ব্যাটিং করা সহজ ছিল। এটি ১১৫ রানে পিচ ছিল না। তবে এটি ১৬০ রানের পিচও ছিল না। ১৩৫ স্কোর পেলে আমরা খেলায় থাকতে পারতাম। চার ওভার বাকি থাকতে আমাদের স্কোর যখন ৪ উইকেটে ৯৯, সেখান থেকে আমাদের স্কোর ১৩৫ হবে, সে দিকেই তাকিয়ে ছিলাম। ব্যাটিংয়ে অবশ্যই উদ্বেগের কিছু জায়গা আছে, কিন্তু আজকের উইকেটে ব্যাট করা সহজ ছিল না।'

(দ্য রিপোর্ট/আরজেড/০৬ মার্চ, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর