thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

প্রথম বাংলাদেশি হিসেবে নারী বিশ্বকাপে ফারজানার ফিফটি

২০২২ মার্চ ০৭ ১১:৩৫:৪০
প্রথম বাংলাদেশি হিসেবে নারী বিশ্বকাপে ফারজানার ফিফটি

দ্য রিপোর্ট ডেস্ক: ইতিহাসে এই প্রথম নারী ওয়ানডে বিশ্বকাপে খেলছে বাংলাদেশ। তার দ্বিতীয় ম্যাচে এসে প্রথম মাইলফলক ছুঁল দলটি। প্রথম বাংলাদেশি হিসেবে নারী ওয়ানডে বিশ্বকাপে ফিফটির দেখা পেয়েছেন ফারজানা হক। তার এই ফিফটিতে ভর করেই নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে ১৪০ রানের পুঁজি পেয়েছে নিগার সুলতানার দল।

নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত বাংলাদেশ খেলেছে চার বার। তবে চার বার খেললেও ফিফটির দেখা পাননি বাংলাদেশি কোনো ব্যাটার। তবে ওয়ানডে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে এসেই সে মাইলফলকের দেখা পেয়ে যান ফারজানা।

নিউজিল্যান্ডের বিপক্ষে এই ম্যাচে শুরু থেকেই ছিল বৃষ্টির আধিপত্য। যার ফলে খেলা ছোট হয়ে আসে ২৭ ওভারে।

বৃষ্টি বিঘ্নিত এই ম্যাচে টসে জেতে নিউজিল্যান্ড। কন্ডিশনের সুবিধা নিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক সোফি ডিভাইন।

ব্যাট করতে নেমে অবশ্য বাংলাদেশ শুরুটা দারুণই করেছিল। পাওয়ার প্লের প্রথম ৫ ওভারে তুলে ফেলেছিল ৪২ রান, তাও আবার কোনো উইকেট না হারিয়েই। ওপেনার শারমিন সুলতানা ও ফারজানা হকের জুটিতে বাংলাদেশ পায় ৫৯ রান। শারমিন ৩৩ রান করে ফিরলে ভাঙে এই জুটি।

তবে অপরপ্রান্তে ফারজানা অন্য প্রান্তে ৬০ বলে ফিফটি তুলে নেন। তবে তিনি ফিরেছেন এরপরই। ৫২ রানে দুর্ভাগ্যজনক রান আউটে বিদায় নেন তিনি। ফ্রান্সেস ম্যাকাইয়ের সরাসরি থ্রোয়ে রান আউট হন ফারজানা। অপরপ্রান্তে ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে বড় পুঁজি আর পাওয়া সম্ভব হয়নি বাংলাদেশের। নির্ধারিত ২৭ ওভার খেলে বাংলাদেশ তুলেছে ১৪০ রান।

(দ্য রিপোর্ট/আরজেড/০৭ মার্চ, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর