thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

ইউক্রেনের ৪ শহরে যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

২০২২ মার্চ ০৭ ১৭:৩৮:৪৭
ইউক্রেনের ৪ শহরে যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

দ্য রিপোর্ট ডেস্ক: ইউক্রেনের রাজধানী কিয়েভসহ চার শহরে যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। আজ সোমবার এ ঘোষণা করা হয়। খবর বিবিসির।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বেসামরিক মানুষদের সরে যেতে সুযোগ দেয়ার জন্য ইউক্রেনের বেশ কয়েকটি শহরে সাময়িকভাবে গোলাগুলি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে রাশিয়া।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মস্কোর সময় সকাল ১০টা থেকে এই সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।

শহর চারটি হলো- রাজধানী কিয়েভ, খারকিভ, মারিউপোল এবং সুমি। তবে এই যুদ্ধবিরতির ব্যাপারে ইউক্রেনের পক্ষ থেকে কোন তথ্য জানানো হয়নি।

এর আগে, মারিউপোল শহর থেকে বেসামরিক বাসিন্দাদের সরিয়ে নিতে দুই দফা যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও তা কার্যকর হয়নি বলে জানা গেছে।

এদিকে, তৃতীয় দফায় বৈঠকে বসছে ইউক্রেন ও রাশিয়া। সোমবার বেলারুশে দুই দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে শান্তি আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে এবারের বৈঠকের নির্দিষ্ট সময় এবং স্থানের বিষয়টি জানায়নি কোনও পক্ষ।

(দ্য রিপোর্ট/আরজেড/০৭ মার্চ, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর