thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১,  ১৭ জমাদিউস সানি 1446

জায়েদ ছলনার আশ্রয় নিয়ে শপথ নিয়েছেন: কাঞ্চন

২০২২ মার্চ ০৮ ১০:৪৬:৩১
জায়েদ ছলনার আশ্রয় নিয়ে শপথ নিয়েছেন: কাঞ্চন

দ্য রিপোর্ট প্রতিবেদক: জায়েদ খান ছলনার আশ্রয় নিয়ে শপথ নিয়েছেন, যেহেতু তিনি ছলনার আশ্রয় নিয়ে শপথ নিয়েছেন তার শপথ বৈধ নয়, জানিয়েছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন। রবিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি।

তিনি বলেন, 'আপনারা জানেন গত শুক্রবার এই জায়গাতেই জায়েদ সাহেব আপনাদের একটা সার্টিফায়েড কপি দিয়েছিলেন। আমিই বলেছিলেন, আদালতের রায়ের সার্টিফায়েড কপি না পেলে উনাকে শপথ পড়াব না।

উনি ওটা যোগাড় করেছেন এবং আপনাদের কাছে শো করেছেন। তার পরিপ্রেক্ষিতে জায়েদ খানসহ আরো ৪ জনকে শপথ পড়িয়েছি। '
ইলিয়াস কাঞ্চন বলেন, শপথের আগে জায়েদ তার ল ফার্মের একটা সত্যায়িত চিঠি দেখিয়েছিলেন। জায়েদকে কাঞ্চন বললেন, ল ফার্মের কপি দিয়ে শপথ পড়াবেন না। আদালতের সত্যায়িত কপি দিতে হবে। এটা দুই তিনদিন আগের ঘটনা, তারপরে যেদিন শপথ নিলো সেদিন কাঞ্চনকে কপি শো করলো। শপথ নেওয়ার পর জায়েদ মিটিংয়েও বসেছে। সেদিন ৭ জন ছিলেন মিটিংয়ে।

ইলিয়াস কাঞ্চন আদালতের রায়ের সার্টিফায়েড ফটোকপি চেয়েছিলেন জায়েদের কাছে। জায়েদ বললেন, 'হ্যাঁ ভাই দিচ্ছি। ' কিন্তু মিটিং করার পরে জায়েদ আর ফটোকপি দিলেন না।

কাঞ্চন বলেন, 'আমি নামাজ পড়তে গিয়েছিলাম। নামাজ শেষে ফোন করে বললাম তুমি ফটোকপি দিচ্ছ না কেন? সে বললো ভাই আজকে তো শুক্রবার, ফটোকপি তো করাতে পারছি না, শনিবার সকালে পাঠিয়ে দেব। আমি বললাম মিস করবা না তো। সে বলল না ।

শনিবার সকাল গড়িয়ে বিকেলে জায়েদকে ফোন দিলাম, সে ধরলো না। রবিবার ৮ টার দিকে সে ফোন দিলো। আমি তখন নারিন্দায় একটা দাওয়াত খেতে গিয়েছি। অনুষ্ঠানে অনেক লোক এজন্য ধরি নাই। পরে তখন আমার কাছে অনেক বড় তথ্য এসে গেছে আমি আর ফোন ব্যাক করি নাই। আজকে সে আমার অফিসে দুইজন ল ইয়ার সহ আসলো। আমি ফটোকপি চাইলাম, তখনও সে ফটোকপি নিয়ে আসেনি। বের হয়ে গিয়ে পরে পাঠিয়ে দিলো। কিন্তু যেটা পাঠালো ট সেটা গত ৯ ফেব্রুয়ারি যে রায় হয়েছিল সেটার কপি। '

জায়েদ খানের ছলনায় আশ্রয় নিয়েছেন উল্লেখ করে ইলিয়াস কাঞ্চন বলেন, 'হাইকোর্ট থেকে যে রায় দিয়েছিল, সেটার সার্টিফায়েড কপি দেয় নাই। জায়েদ খান ছলনার আশ্রয় নিয়েছে। যেহেতু সে ছলনার আশ্রয় নিয়েছে সেহেতু জায়েদের শপথ বৈধ নয়। '

(দ্য রিপোর্ট/আরজেড/০৮ মার্চ, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর