thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

আট দিন পর সূচকের উত্থান 

২০২২ মার্চ ০৮ ১৯:১৬:৩৪
আট দিন পর সূচকের উত্থান 

দ্য রিপোর্ট প্রতিবেদক: আট দিনের টানা দরপতনের পরে সূচকের উত্থান দেখলো পুঁজিবাজার।মঙ্গলবার (৮ মার্চ)দিনের শুরুতে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক একচেঞ্জের(ডিএসই)সূচক ছিলো উর্দ্ধমুখী। মাত্র ১২ মিনিটেই আগের দিনের পতনের ধারা থেকে বেরিয়ে এসে প্রধান সূচক ডিএসইএক্স ৬৪৫৬ থেকে ৪২ পয়েন্ট বেড়ে ৬৪৯৮ পয়েন্টে ওঠে।

এরপর আবার শুরু হয় পতন। ৪০ মিনিটের পতনে সূচক কমে যায় ১৮০ পয়েন্ট। ১০.৫২ মিনিটে সূচক দাড়ায় ৬৩১৮.৫৭ পয়েন্ট। এরপর আবার ঘুরে দাড়াতে থাকে বাজার। বাড়তে থাকে বিভিন্ন কোম্পানির শেয়ারের দর। এভাবে আরো তিন দফা ওঠানামা শেষেগত ৮দিনের বিশাল পতন থেকে বেরিয়ে আসে বাজার।বেলাশেষেসূচকের সামান্য উত্থানেরমাধ্যমে দিনের লেনদেন শেষ হয়।

ডিএসই ওয়েবসাইটের তথ্য মতে প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৭ পয়েন্ট বেড়ে৬৪৭৪পয়েন্টে শেষ হয়।বেড়েছে ডিএসই শরিয়া সূচকওডিএসই শরিয়া সূচক অবস্থান করছে ১৩৯৯পয়েন্টেডিএসই৩০সূচক কিছুটা কমেছেদশমিক ৩১শতাংশকমে অবস্থানকরছে ২৩৭৪পয়েন্টে

বাজার পর্যালোচনা করে দেখা যায় সর্বোচ্চ লেনদেন হওয়া খাত হচ্ছেফার্মাসিটিকালঅ্যান্ড কেমিক্যাল,বিবিধ,বস্ত্র,প্রকৌশলএবংব্যাংক

ডিএসইতে মোট ৩৭৯ টি কোম্পানির ২০ কোটি ৬৫ লক্ষ ৭৫ হাজার ৬০৪টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। তাতে লেনদেনের পরিমাণ দাড়িয়েছে ৭৪৬ কোটি ৯ লক্ষ ৩৫ হাজার ৮৮ টাকা।

লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৮ টির, কমেছে ২৪৭টির । অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির শেয়ার দর ।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে শীর্ষে হচ্ছেবেক্সিমকো,বিএসসি,বিকন ফার্মাসিটিকাল লিমিটেড,স্কয়ার ফার্মা,ব্রিটিশ আ্যমেরিকানটোব্যাকো,লাফার্জহোলসিমবাংলাদেশ লিমিটেড, ওরিওন ফার্মা,অগ্নি সিস্টেম লিমিটেড,ফরচুনসুসলিমিটেডএবংব্রাকব্যাংক।

শেয়ারবাজার বিশেষজ্ঞ অধ্যাপক আবু আহমেদ দ্য রিপোর্টকে বলেন, বিএসইসি বাজারের পতন ঠেকাতে উদ্যোগ নিচ্ছে। সে খবরের প্রভাবে হয়তো দিন শেষে সূচক সামান্য বেড়েছে। তবে সপ্তাহের আরো দু‘দিন না গেলে বাজার নিয়ে মন্তব্য করা ঠিক হবে না।

(দ্য রিপোর্ট/ মা হা/ টিআইএম / ৮ মার্চ,২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর