thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

যুদ্ধ করতে ইউক্রেনে জর্জিয়ার সাবেক প্রতিরক্ষামন্ত্রী

২০২২ মার্চ ০৯ ১১:২০:১৮
যুদ্ধ করতে ইউক্রেনে জর্জিয়ার সাবেক প্রতিরক্ষামন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক: জর্জিয়ার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইরাকলি ওকরুশভিলি তার দেশের স্বেচ্ছাসেবকদের সঙ্গে নিয়ে ইউক্রেনে পৌঁছেছেন বলে জানিয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

আজ বুধবার (৯ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

মন্ত্রণালয় জানায়, রুশ দখলদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে আমাদের সাহায্য করার জন্য জর্জিয়ান স্বেচ্ছাসেবকদের সঙ্গে নিয়ে ইউক্রেনে আছেন ওকরুশভিলি।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। ইতোমধ্যে ইউক্রেনের প্রায় ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এছাড়া দেশটির দুই হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত এবং রাশিয়ার ১১ হাজার সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।

অন্যদিকে রাশিয়া দাবি করেছে, যুদ্ধে তাদের ৪৯৮ সৈন্য নিহত এবং ইউক্রেনের ২ হাজার ৮৭০ জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। এ ছাড়া জাতিসংঘ জানিয়েছে, রুশ হামলায় এখন পর্যন্ত ইউক্রেনের ৩৬৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যদিও সংস্থাটি বলেছে, এটি নিশ্চিত যে প্রকৃত হতাহতের সংখ্যা হয়তো অনেক বেশি।

(দ্য রিপোর্ট/আরজেড/০৯ মার্চ, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর