thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

আলিয়ার সাফল্য মানতে নারাজ কঙ্গনা

২০২২ মার্চ ০৯ ১৮:০১:০৯
আলিয়ার সাফল্য মানতে নারাজ কঙ্গনা

দ্য রিপোর্ট ডেস্ক: সঞ্জয়লীলা বানসালি নির্মিত আলোচিত সিনেমা ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’। এ সিনেমা নিয়ে বিতর্ক কম হয়নি। সর্বশেষ মুক্তিতে নিষেধাজ্ঞা দিয়েছিলেন আদালত। সব বাধা কাটিয়ে সিনেমাটি গত ২৫ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে। প্রিমিয়ারের পর থেকে প্রশংসা কুড়াচ্ছেন এ সিনেমার অন্যতম অভিনেত্রী আলিয়া ভাট। বক্স অফিসেও দারুণ সাড়া ফেলেছে। এরই মধ্যে সিনেমাটি শত কোটি রুপির বেশি আয় করেছে।

বক্স অফিস ও দর্শকদের ভূয়সী প্রশংসা কুড়ালেও তা মানতে নারাজ বলিউডের আলোচিত অভিনেত্রী কঙ্গনা রাণৌত। ইনস্টাগ্রামে এক পোস্টে বক্স অফিসের আয়ের খবরকে ভুয়া বলেছেন তিনি। ইনস্টাগ্রাম স্টোরির এক পোস্টে এ অভিনেত্রী লিখেন—‘আমরা দুধে পানি মেশানোর কথা শুনেছি, কিন্তু এখানে পানিতে দুধ মিশিয়েছেন।’ সাংবাদিকদের কটাক্ষ করে কঙ্গনা লিখেন, ‘অসহায় মানুষের অবশ্যই কিছু দায়িত্ব ছিল।’

কয়েক দিন আগে গাঙ্গুবাই সিনেমার প্রচারে কলকাতায় গিয়েছিলেন আলিয়া ভাট। সাংবাদিকদের সঙ্গে বৈঠকে কঙ্গনার ‘পাপা কি পরী’ মন্তব্য নিয়ে মুখ খোলেন মহেশকন্যা। আলিয়ার ভাষায়—‘যিনি কর্মে অকর্ম, অকর্মে কর্ম দেখেন; মানুষের মধ্যে তিনিই বুদ্ধিমান, তিনিই যোগী।’

এদিকে চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক তরুণ আদর্শ এক টুইটে বলেন, ‘‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ সিনেমা নিয়ে এক শব্দে বলবো—ব্রিলিয়ান্ট। সঞ্জয়লীলা বানসালি একজন জাদুকর। শক্তিশালী গল্প নিয়ে ফিরেছেন তিনি। আলিয়া ভাট, অজয় দেবগনের দারুণ পারফরম্যান্স।’’

মুম্বাইয়ের কামতাপুর এলাকার যৌনকর্মী গাঙ্গুবাই এক সময় হয়ে উঠেছিলেন আন্ডারওয়ার্ল্ড ডন। তাকে নিয়ে লেখক হুসেন জাইদী রচনা করেন ‘মাফিয়া কুইন্স অব মুম্বাই’ নামে একটি বই। এই বইয়ের একটি অংশ নিয়ে নির্মিত হয়েছে এই সিনেমা। এতে যৌনকর্মী গাঙ্গুবাইয়ের চরিত্রে অভিনয় করেছেন আলিয়া ভাট।

সিনেমাটিতে আরো অভিনয় করেছেন—অজয় দেবগন, বিজয় রাজ, হুমা কুরেশি, বরুণ কাপুর প্রমুখ। বানসালি প্রোডাকশনের ব‌্যানারে নির্মিত হয়েছে এটি।

(দ্য রিপোর্ট/আরজেড/০৯ মার্চ, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর