thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ১ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

ভোজ্যতেল, চিনি ও ছোলার ওপর ভ্যাট প্রত্যাহার

২০২২ মার্চ ১০ ১৪:৪৩:২২
ভোজ্যতেল, চিনি ও ছোলার ওপর ভ্যাট প্রত্যাহার

দ্য রিপোর্ট প্রতিবেদক: ভোজ্যতেল, চিনি ও ছোলা আমদানিতে ভ্যাট প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

দামের ঊর্ধ্বগতি রোধে সয়াবিন তেল, চিনি ও ছোলা আমদানি শুল্ক প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী।

আজ বৃহস্পতিবার সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর তিনি এ কথা জানান।

বৃহস্পতিবার সচিবালয়ে বৈঠকের পর ভার্চুয়াল ব্রিফিং করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

অর্থমন্ত্রী জানান, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে।

এর আগে গেল সোমবার আন্তর্জাতিক বাজারে অস্থিরতা না কমা পর্যন্ত ভোজ্যতেলের ভ্যাট প্রত্যাহারের দাবি জানায় দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। সংগঠনের সভাপতি জসিম উদ্দিন সেদিন রাজধানীর মতিঝিলে ভোজ্য তেল ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় এ দাবি জানান।

(দ্য রিপোর্ট/আরজেড/১০ মার্চ, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর