thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১,  ১৭ জমাদিউস সানি 1446

পরীমনি খুব লক্ষ্মী: শাশুড়ি

২০২২ মার্চ ১০ ২১:১৬:২৪
পরীমনি খুব লক্ষ্মী: শাশুড়ি

দ্য রিপোর্ট প্রতিবেদক: ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত অভিনেত্রী পরীমনির হাতের গরুর মাংসের খাবারের প্রশংসা করলেন তার শাশুড়ি জাহানারা বেগম। বুধবার (৯ মার্চ) রাজধানীর একটি বিনোদন কেন্দ্রে ‘গুণিন’-এর প্রিমিয়ার শো অনুষ্ঠানে এসে এমন মন্তব্য করলেন তিনি।

পরীমনি অভিনেতা শরিফুল রাজের সঙ্গে ঘর বেঁধেছেন। গত বছরের সেপ্টেম্বরে তাদের বিয়ে হয়। এরপর জানুয়ারিতে আনুষ্ঠানিকতা সারেন এই দম্পতি। তারপরও ‘গুণিন’ বাড়িতে গতকাল বিয়ের পিঁড়িতে বসেছিলেন পরী-রাজ। সিনেমার মুক্তি ঘিরে এমন অভিনব প্রচারণা। সেখানেই রাজের মা জাহানারা বেগম বলেন, ‘ও খুব লক্ষ্মী! রান্না করে খাওয়ায়। ওর হাতের গরুর মাংস ও চিংড়ি মাছ আমার খুব প্রিয়। আমার পুত্রবধূর অনেক মায়া-মহব্বত। আমাকে আম্মু বলে ডাকে, আদর-যতœ করে, আবার অনেক খেয়ালও রাখে।’

গতকালের অনুষ্ঠানের শিরোনাম ছিল ‘গুণিন বাড়ির রমিজ-রাবেয়ার বিয়ে’। এতে রমিজ চরিত্রে শরিফুল রাজ ও রাবেয়ার ভূমিকায় দেখা যায় পরীমনিকে। সেখানে উপস্থিত ছিলেন পরীর নানা ও রাজের মাসহ গুনিন সিনেমার কলাকুশলীরা।

আগামী ১১ মার্চ দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘গুণিন’। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। বিভিন্ন চরিত্রে আরও আছেন দিলারা জামান, ইরেশ যাকের, মোস্তফা মনোয়ারসহ আরও অনেকে।

(দ্য রিপোর্ট/আরজেড/১০ মার্চ, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর