thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

২৪ ঘন্টার যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়নি মস্কো

২০২২ মার্চ ১০ ২১:২০:৫১
২৪ ঘন্টার যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়নি মস্কো

দ্য রিপোর্ট ডেস্ক: রাশিয়া-ইউক্রেন পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে ২৪ ঘন্টার যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়নি মস্কো। ইউক্রেনে যুদ্ধ বন্ধে তুরস্কের আনতালিয়া শহরে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবার মধ্যে এ বৈঠক হয়। তবে এ বৈঠকেও যুদ্ধ বন্ধে তেমন কোনও অগ্রগতি হয়নি।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা জানিয়েছেন, ২৪ ঘণ্টার জন্য একটি যুদ্ধবিরোতির প্রস্তাব করেছিলেন তারা। তবে তা নাকচ করে দেয় রাশিয়া। অপরদিকে, পৃথক সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ জানিয়েছেন, ইউক্রেনকে অস্ত্র দিয়ে ভয়ঙ্কর খেলায় মেতেছে পশ্চিমা বিশ্ব। তবে দুই দেশই আলোচনা অব্যাহত রাখতে সম্মত আছে।

গেল ২৪শে ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর প্রথমবারের মত বৈঠকে বসেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত ক্যাভুসোগলু'র মধ্যস্থতায় অনুষ্ঠিত হয় এই শান্তি আলোচনা।

এদিকে, বেসামরিক নাগরিকদের নিরাপদে সরে যাওয়ার সুযোগ দিতে বৃহস্পতিবার ৭টি শহরে মানবিক করিডোর চালুর ঘোষণা দিয়েছে ইউক্রেন। এছাড়া ইউক্রেন যুদ্ধের কারণে এ পর্যন্ত ১০ লাখ শিশুসহ ২১ লাখের বেশি মানুষ শরণার্থী হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

এর আগে ইউক্রেনের মারিওপোল শহরের একটি শিশু হাসপাতালে রুশ সেনাদের বোমা হামলার ঘটনায় অন্তত ১৭ জন আহত হয়েছেন। হামলার পর অনেকে হাসপাতাল ভবনের নিচে আটকে পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। এই হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে চিহ্নিত করার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

এই ঘটনার নিন্দা জানিয়ে ইউক্রেনে রুশ সেনারা রাসায়নিক অস্ত্রের হামলা চালাতে পারে বলে সতর্ক করেছে হোয়াইট হাউজ। এক বার্তায় ইউক্রেনের সামরিক বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, রুশ বাহিনীর গতি কমে এলেও কিয়েভ ঘেরাওয়ের পরিকল্পনা বাদ দেয়নি মস্কো। এজন্য আরও সেনা আনা হচ্ছে বলেও দাবি তাদের।

(দ্য রিপোর্ট/আরজেড/১০ মার্চ, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর