thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

সাবেক সরকারি কর্মকর্তার বাসায় মিলল ৫১২ লিটার সয়াবিন তেল

২০২২ মার্চ ১২ ১৩:৫৮:১৯
সাবেক সরকারি কর্মকর্তার বাসায় মিলল ৫১২ লিটার সয়াবিন তেল

দ্য রিপোর্ট প্রতিবেদক: ব্যবসায়ী বা ডিলার না হয়েও বাড়িতে ৫১২ লিটার সয়াবিন তেল মজুত করায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আটক ব্যক্তির নাম মো. লায়েকুজ্জামান। তার বিরুদ্ধে পুলিশ বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে। সে মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে নিয়ে সাত দিনের রিমান্ড চাইবে বলে জানিয়েছেন ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার।

শনিবার দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান পুলিশের ওই কর্মকর্তা।

গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে রাজধানীর মোহাম্মদপুর থানার লালমাটিয়া এলাকার বাসায় অভিযান চালায় পুলিশ।

বিপ্লব কুমার সরকার বলেন, লালমাটিয়ার একটি ফ্ল্যাটে থাকতেন লায়েকুজ্জামান। পাশেই তার শ্বশুরের বাসাটিও তিনি দেখাশোনা করতেন। সে বাসাতেই ৫১২ লিটার তেল মজুদ করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ জানায়, তিনি ব্যক্তিপর্যায়ে তেলগুলো কিনে জমা করে রেখেছেন। তার কাছে এসব তেল কেনার রশিদ দেখতে চাইলে কৃষি মার্কেটের সূর্য এন্টারপ্রাইজের একটি রশিদ দেখান।

রশিদ যাচাই করে ১৫৯ টাকা দরে ৪০ লিটার তেল কেনার প্রমাণ পাওয়া গেছে বাকি তেল তিনি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছেন। সূর্য এন্টারপ্রাইজের ওই রশিদের মাঝে হাতে লিখে তেলের পরিমাণ বসিয়ে দিয়েছেন।

লায়েকুজ্জামান রমজানে বাড়তি দামে তেল বিক্রির জন্য মজুত করেছেন বলে জানায় পুলিশ।

পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার বলেন, লায়েকুজ্জামানের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে। এ মামলায় তার সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে। রিমান্ডে পেলে তাকে আরও ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে।

এক প্রশ্নের জবাবে ডিসি বিপ্লব কুমার সরকার বলেন, লায়েকুজ্জামান কোনো ব্যবসায়ী নয়, ডিলারও নয়। প্রাথমিকভাবে এটি তার ব্যক্তিগত অসৎ উদ্দেশ্য বলেই মনে হয়েছে। অতিরিক্ত লাভের আশায় কৃত্রিম সংকট সৃষ্টি করতে তিনি তেল মজুদ করেছেন। ৫১২ লিটার তেল মজুদ করা ফৌজদারী অপরাধ, এটি সংকট সৃষ্টির অপপ্রয়াস।

৪০ লিটার তেল এক দোকান থেকে কিনেছেন, বাকিগুলো কোথা থেকে কীভাবে সরবরাহ করেছেন তা জিজ্ঞাসাবাদে স্পষ্ট হওয়া যাবে বলে জানান তিনি।

(দ্য রিপোর্ট/আরজেড/১২ মার্চ, ২০২২)


পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর