thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

কলকাতায় গেস্ট হাউসের অগ্নিকাণ্ডে বাংলাদেশির মৃত্যু

২০২২ মার্চ ১২ ১৪:০৭:৪৬
কলকাতায় গেস্ট হাউসের অগ্নিকাণ্ডে বাংলাদেশির মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক: কলকাতায় একটি গেস্ট হাউসে অগ্নিকাণ্ডে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। তার নাম সামিমাতুল আরস (৬০)। এ সময় ধোঁয়ায় আরও এক বাংলাদেশি অসুস্থ হয়ে পড়লে তাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শনিবার ভোরে (১২ মার্চ) ৫ নম্বর মির্জা গালিব স্ট্রিটে এ ঘটনা ঘটে। আগুনে অন্তত ১০-১২টি ঘর পুড়ে যায়।
স্থানীয় ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার পর ফায়ারের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

ওই গেস্ট হাউসের এক কর্মী জানান, রিসেপশন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা ছড়িয়ে যায় অন্য ঘরগুলোয়। ওই ঘরগুলোতে বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিক ছিলেন। তাদের সবাইকে সরিয়ে আনা হয়। উদ্ধার করা হয় ১৬ জনকে।

তিনি আরও বলেন, এ ঘটনায় সামিমাতুল আরস নামে এক বাংলাদেশি বৃদ্ধা মারা গেছে। বছর মইনূল হক (৩৫) নামে আরও এক বাংলাদেশি নাগরিককে অসুস্থ অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর আনন্দবাজার পত্রিকার।

(দ্য রিপোর্ট/আরজেড/১২ মার্চ, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর