thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৭ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

হাদিসুরের মরদেহ আসছে না আজ

২০২২ মার্চ ১৩ ১৪:৫৮:৫০
হাদিসুরের মরদেহ আসছে না আজ

দ্য রিপোর্ট ডেস্ক: বাংলার সমৃদ্ধি জাহাজের ২৮ নাবিক দেশে ফেরার ৩ দিন পর ইউক্রেনের ওলভিয়া বন্দরে রকেট হামলায় নিহত ‘এম ভি বাংলা’র সমৃদ্ধি জাহাজের নাবিক থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহ রোমানিয়া থেকে আজ (রবিবার, ১৩ মার্চ) ঢাকায় আসার কথা ছিল কিন্তু অনাকাঙ্ক্ষিত কারণে আসছে না।

হাদিসুরের মরদেহটি তুরস্ক এয়ারলাইন্সে ইস্তাম্বুল হয়ে আসার কথা কিন্তু রোমানিয়া থেকে ইস্তাম্বুল আসার পর প্রচণ্ড তুষার ঝড়ের কারণে বিমানটি সময়মত উড়তে পারেনি। আগামীকাল সোমবার মরদেহ ঢাকায় আসবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, ইস্তাম্বুলে প্রচণ্ড তুষারপাতের কারণে কার্গো ফ্লাইট বাতিল হয়েছে তবে প্যাসেঞ্জার ফ্লাইটে হাদিসুরের মরদেহ আনার চেষ্টা চলছে। বাংলাদেশ থেকে তুরস্কের অ্যাম্বাসেডরকে দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়েছে।

এর আগে গত দুইদিনে মরদেহটি ইউক্রেন থেকে মলদোভা হয়ে রোমানিয়ায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে গত রাতে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছলে তুষার ঝড়ে বিমানের ফ্লাইট বাতিল হয়। যুদ্ধের মধ্যে একাধিক দেশের সীমান্ত পাড়ি দিয়ে মরদেহটি বিশেষ ব্যবস্থাপনায় দেশে আনার ব্যবস্থা করেছেন ঢাকার কূটনীতিকরা। এর আগে, ওই জাহাজের ২৮ জন নাবিক গত বুধবার ঢাকায় পৌঁছেন।

‘এমভি বাংলার সমৃদ্ধি’ নামের বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজটি গত ২৩ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দর জলসীমায় নোঙর করে। পরদিন রাশিয়ার হামলা শুরু হলে জাহাজটি আটকা পড়ে।

এর আগে, গত ২৬ জানুয়ারি জাহাজটি ভারতের মুম্বাই বন্দর থেকে যাত্রা করে তুরস্কের ইরেগলি হয়ে ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরের বহির্নোঙ্গরে নোঙর করে। গত দুই মার্চ ওই জাহাজে রকেট হামলা হয় এবং জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার নিহত হন। জাহাজটি এখন পরিত্যক্ত অবস্থায় অলভিয়া বন্দরে আছে। এই ঘটনায় গত ৩ মার্চ ঢাকার রাশিয়ান দূতাবাস শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে।

ঢাকার রাশিয়ান দূতাবাসের বিবৃতি প্রকাশের একদিন পর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ও বিবৃতি দিয়েছে। বিবৃতিতে রাশিয়া এই রকেট হামলার ঘটনা উদঘাটনে বাংলাদেশকে সহযোগিতা করার কথা বলেছে।

পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘বাংলাদেশের জাহাজে কারা রকেট হামলা করেছে তা আমরা এখনো জানি না। তবে রাশিয়া আমাদের বলেছে যে তারা এই হামলার ঘটনা তদন্ত করে আমাদের জানাবে।’

(দ্য রিপোর্ট/আরজেড/১৩ মার্চ, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর