thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

বাজারের জন্য ডিজিটাইলেজসশন গুরুত্বপূর্ণ - বিএসইসি চেয়ারম্যান

২০২২ মার্চ ১৬ ১০:৪৮:২৪
বাজারের জন্য ডিজিটাইলেজসশন গুরুত্বপূর্ণ - বিএসইসি চেয়ারম্যান

মাহি হাসান,দ্য রিপো্র্ট : দেশের পুঁজিবাজারের স্বচ্ছতা বাড়ানোর জন্য মার্কেট ডিজিটাইলেজশন করা গুরুত্বপূর্ণ। ব্লকচেইন টেকনোলোজি বাজারে নিয়ে আসতে পারলে স্বচ্ছতা ফিরবে বাজারে এমনটা মনে করেন নিয়ন্ত্রন সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড কমিশন চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম।

মঙ্গলবার (১৫ই মার্চ) সন্ধ্যায় ঢাকা স্টক একচেঞ্জের নিকুঞ্জ ভবনের অডিটরিয়ামে পুঁজিবাজারে বিনিয়োগকারীর তহবিলের নিরাপত্তায় সচেতনতামূলক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বিএসইসি চেয়ারম্যান এসব কথা বলেন। বিনিয়োগকারীদের স্বার্থে এবং শেয়ার নিরাপত্তায় সচেতনতা বৃদ্ধির জন্য ডিএসইর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের অংশগ্রহনে এই কর্মশালা আয়োজন করা হয়।

ব্রোকারেজ হাউসগুলোর জন্য সহায়তা হয় এমন কাজ করবে বিএসইসি। ব্রোকারেজ হাউসগুলোর উন্নয়নের লক্ষ্যে কাজ করছে তার কমিশন এটি বলে আশ্বস্ত করেন বিএসইসি চেয়ারম্যান । ব্রোকারেজ হাউসগুলোকে নিয়ম মেনে চলতে আরো স্বচ্ছ হবার পরামর্শ দেন অধ্যাপক শিবলী রুবাইয়াত।

বিএসইসি চেয়ারম্যান তার বক্তব্যে বলেন বিএসইসির কাজই হচ্ছে ব্রোকারেজ হাউসগুলোকে সাহায্য করা। যেকোন সমস্যায় বলেন বিএসইসিকে জানাতে । সিডিবিএলের যেকোন সমস্যায় বিএসইসিকে জানানোর জন্য পরামর্শ দেন চেয়ারম্যান। ব্রোকারেজ হাউসগুলোর সেবায় সর্বদা বিএসইসি নিয়োজিত আছে বলে জানায় কমিশন চেয়ারম্যান।

ব্রোকারেজ হাউসগুলোর আয় বাড়ানোর ব্যাপারে চেয়ারম্যান বলেন লেনদেন না বাড়লে আয় বাড়বেনা ব্রোকারেজ হাউসগুলোর। লেনদেন যত বাড়বে ব্রোকারেজ হাউজগুলোর জন্যই ততই মঙ্গল। ব্রোকারদের আয় বাড়লে তখন তারা ভিন্ন পথ হতে ফেরত আসবে।

বিশেষ অতিথির বক্তব্যে বিএসইসি কমিশনার আব্দুল হালিম বলেন মানুষকে বাজারের দিকে আকৃষ্ট করতে আস্থা ফিরিয়ে আনতে হবে। আস্থার অভাবে বিনিয়োগকারীরা বিনিয়োগে ভয় পাচ্ছে। এই আস্থা ফিরিয়ে আনার জন্য তিনি ব্রোকারেজ হাউসগুলোকে পদ্দক্ষেপ নিতে বলেন।

ডিএসইসি কতৃক আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা স্টক একচেঞ্জ চেয়ারম্যান মোঃ ইউনুসুর রহমান।

(দ্য রিপোর্ট/আরজেড/১৬ মার্চ, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর