thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক-ইউনিক হোটেলের ৫০০ কোটি টাকার বিনিয়োগ চুক্তি

২০২২ মার্চ ১৬ ১১:১২:১৪
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক-ইউনিক হোটেলের ৫০০ কোটি টাকার বিনিয়োগ চুক্তি

দ্য রিপোর্ট প্রতিবেদক: বেসরকারি খাতে পাঁচতারকা মানের হোটেল সেবা প্রদানকারী দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেডকে ৫০০ কোটি টাকা বিনিয়োগ সুবিধা দিয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড।

এ সংক্রান্ত একটি চুক্তি মঙ্গলবার শেরাটন ঢাকায় অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরী এবং ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট এর ব্যবস্থাপনা পরিচালক নূর আলী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করেন।

ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টের উল্লেখযোগ্য প্রতিষ্ঠান দ্য ওয়েস্টিন এবং শেরাটন ঢাকা।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান আলহাজ সেলিম রহমান, ভাইস চেয়ারম্যান আলহাজ আবু নাসের মোহাম্মদ ইয়াহিয়া, পরিচালক আলহাজ আব্দুস সামাদ লাবু, আলহাজ আব্দুস সালাম, বদিউর রহমান, মাহবুবুল আলম, আলহাজ হাফেজ এনায়েত উল্লা, আলহাজ আহামেদুল হক, আলহাজ নিয়াজ আহমেদ, আলহাজ মোহাম্মদ এমাদুর রহমান, আলহাজ লিয়াকত আলী চৌধুরী, আলহাজ আনোয়ার হোসেন, আলহাজ হারুন-অর-রশিদ খাঁন, আলহাজ রফিকুল ইসলাম, আলহাজ আমির উদ্দিন পিপিএম এবং ব্যাংকের শীর্ষ নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় ইউনিক গ্রুপের উপদেষ্টা ড. খন্দকার শওকত হোসেন, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লি. এর পরিচালক মন্ডলীর পক্ষে ডাইরেক্টর গাজী সাখাওয়াত হোসেন, মোহাম্মদ গোলাম সারওয়ার এফসিএ, সিইও ট্রাস্ট সৈয়দ সানোয়ারুল হক, ডিরেক্টর রেগুলেটরি অ্যাফেয়ার্স অ্যান্ড কোম্পানি সেক্রেটারি শরীফ হাসান এফসিএস, ডিরেক্টর কর্পোরেট ফাইন্যান্স রিয়াদ হোসেন এবং ব্যাংকের মতিঝিল শাখার ব্যবস্থাপক ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এস. এম. কাউসার উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/আরজেড/১৬ মার্চ, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর