thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

১ কোটি টাকা পাবে হাদিসুরের পরিবার

২০২২ মার্চ ১৬ ২০:১১:৫৮
১ কোটি টাকা পাবে হাদিসুরের পরিবার

দ্য রিপোর্ট প্রতিবেদক: ইউক্রেনের আলভিয়া বন্দরে নিহত হাদিসুর রহমানের পরিবারকে এক কোটি টাকা দেবে শিপিং করপোরেশন।

বুধবার (১৬ মার্চ) বাংলাদেশ শিপিং করপোরেশনের মহাব্যবস্থাপক (শিপ পার্সোনেল) ক্যাপ্টেন আমীর আবু সুফিয়ান এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সকল নাবিক একটি নির্দিষ্ট চুক্তিতে আবদ্ধ হয়ে জাহাজে যায়। সেই চুক্তির আওতায় নিহত হাদিসুর এই প্রণোদনা পাবেন।

উল্লেখ্য, গত ২ মার্চ ইউক্রেনের আলভিয়া বন্দরে নোঙর করা বাংলাদেশি জাহাজে রকেট হামলায় নিহত হয় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান। এর আগে, গত ২২ ফেব্রুয়ারি আলভিয়া বন্দরে নোঙর করা হয় জাহাজটি। হাদিসুর একা মারা গেলেও বেঁচে যান জাহাজের বাকি ২৮ জন নাবিক।

১৪ মার্চ রাত পৌনে ১০টার দিকে হাদিসুরের মরদেহ বরগুনার বেতাগী থানার হোসনাবাদ গ্রামে পৌঁছায়। এরপর ১৫ মার্চ সকাল সোয়া ১০টায় জানাজা শেষে বরগুনার বেতাগীতে পারিবারিক কবরস্থানে দাদা-দাদির পাশে হাদিসুরের মরদেহ দাফন করা হয়।

(দ্য রিপোর্ট/আরজেড/১৬ মার্চ, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর