thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

সয়াবিন আমদানিতে ভ্যাট ১৫ থেকে কমিয়ে ৫ শতাংশ

২০২২ মার্চ ১৬ ২০:১৪:২১
সয়াবিন আমদানিতে ভ্যাট ১৫ থেকে কমিয়ে ৫ শতাংশ

দ্য রিপোর্ট প্রতিবেদক: অপরিশোধিত সয়াবিন ও পাম তেল আমদানিতে মূল্য সংযোজন কর বা ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

বুধবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ প্রজ্ঞাপন জারি করে। আমদানি পর্যায়ে ভ্যাট অব্যাহতি আগামী ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে।

এর আগে সোমবার (১৪ মার্চ) এনবিআর পরিশোধিত সয়াবিন তেল ও পরিশোধিত পাম তেলের স্থানীয় উৎপাদন ও ব্যবসায় পর্যায়ে সব ভ্যাট প্রত্যাহার করে। বর্তমানে সয়াবিন ও পাম তেলের উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ এবং ব্যবসা পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট রয়েছে। পরিশোধিত সয়াবিন তেল ও পরিশোধিত পাম তেলের স্থানীয় উৎপাদন ও ব্যবসায় পর্যায়ে ভ্যাট অব্যাহতি আগামী ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে।


২০২১ সালের ১৯ অক্টোবর সরকার নির্ধারিত মূল্য অনুযায়ী প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৬০ টাকা এবং খোলা সয়াবিন তেল ১৩৬ টাকায় বিক্রি হয়েছিলো। এরপর দেশের বাজারে আরেক দফা দাম বাড়ার পর প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৬৮ টাকা এবং খোলা সয়াবিন তেল ১৪৩ টাকায় বিক্রি করা হয়।

(দ্য রিপোর্ট/আরজেড/১৬ মার্চ, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর