thereport24.com
ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১,  ২৬ জমাদিউস সানি 1446

মারা গেছেন সাংবাদিক আবুল বাশার

২০২২ মার্চ ১৮ ১৪:৫১:২৬
মারা গেছেন সাংবাদিক আবুল বাশার

দ্য রিপোর্ট প্রতিবেদক: দৈনিক আমাদের নতুন সময়ের প্রধান প্রতিবেদক আবুল বাশার নুরু মারা গেছেন।শুক্রবার (১৮ মার্চ)দুপুরে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি দীর্ঘদিন হৃদরোগে ভুগছিলেন। সিনিয়র সাংবাদিক আবুল বাশার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন।

আবুল বাশার নুরুর ছোট মেয়ে নওরিন জানান, আজ সকালে তার শরীর খারাপ হলে উত্তরার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নওরিন জানান, জুমার নামাজের পর উত্তরায় প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। তারপর শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ নিয়ে যাওয়া হবে জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে। সেখানা জানাজা ও শ্রদ্ধা নিবেদন শেষে ফরিদপুরের নিজ গ্রামে নিয়ে যাওয়া হবে। সেখানে পারিবারিক গোরস্তানে তাঁকে দাফন করা হবে।

(দ্য রিপোর্ট/আরজেড/১৮ মার্চ, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

গণমাধ্যমের খবর এর সর্বশেষ খবর

গণমাধ্যমের খবর - এর সব খবর