thereport24.com
ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১,  ২৭ জমাদিউস সানি 1446

‘শিক্ষার্থীদের পড়ালেখার ঘাটতি পোষাতে চেষ্টা করছে সরকার’

২০২২ মার্চ ১৯ ১৫:৩৯:১৮
‘শিক্ষার্থীদের পড়ালেখার ঘাটতি পোষাতে চেষ্টা করছে সরকার’

দ্য রিপোর্ট প্রতিবেদক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষার্থীদের করোনাকালীন পড়ালেখার ঘাটতি পোষাতে সরকার আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছে। ঢাকা থেকে টুঙ্গিপাড়া যাওয়ার পথে আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বরিশাল বিমান বন্দরে যাত্রা বিরতিকালে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের একথা বলেন।

ডা. দীপু মনি বলেন, এক শিক্ষা বছরে এই ক্ষতি কাটিয়ে ওঠা যাবে না। এ সময় তিনি করোনাকালীন ক্ষতি কাটিয়ে উঠতে শিক্ষক, শিক্ষার্থী-অভিভাবকসহ সবার সহযোগীতা কামনা করেন।

শিক্ষামন্ত্রী আরো বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে ইতোমধ্যে পুরোদমে পাঠদান শুরু হয়েছে। করোনাকালীন সময়ে অনলাইনে ৬০ ভাগ এবং অ্যাসাইনমেন্টের মাধ্যমে ৯৩ ভাগ শিক্ষার্থীকে লেখাপড়ায় সংযুক্ত রাখা হয়েছে।

শিক্ষামন্ত্রীর যাত্রা বিরতির সময় উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এবং মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যান গোলাম রহমান প্রমুখ।

(দ্য রিপোর্ট/আরজেড/১৯ মার্চ, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর