thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

‘দায়িত্ব পেলে জোড়-বেজোড় সংখ্যায় যান চলাচলের প্রক্রিয়া চালু করা হবে’

২০২২ মার্চ ১৯ ১৯:০৭:১১
‘দায়িত্ব পেলে জোড়-বেজোড় সংখ্যায় যান চলাচলের প্রক্রিয়া চালু করা হবে’

দ্য রিপোর্ট প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব সিটি করপোরেশনের হাতে দেওয়া হলে গাড়ির রেজিস্ট্রেশনের জোড়-বিজোড় সংখ্যার মাধ্যমে যান চলাচলের প্রক্রিয়া চালু করা হবে।

শনিবার (১৯ মার্চ) রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরে ‘বঙ্গবন্ধু মুক্তমঞ্চ’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ট্রাফিক ব্যবস্থা সিটি করপোরেশনকে দিলে জোড় নম্বরের গাড়িগুলো জোড় তারিখে ও বিজোড় নম্বরের গাড়িগুলো বিজোড় তারিখের দিনে চালাতে পারবেন মালিকরা।

মেয়র আতিক বলেন, রাজধানীর কোন রাস্তায় বেশি যানজট হয়, কোন রাস্তায় বেশি গাড়ি চলাচল করে এসব দেখে গবেষণা করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন, সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি, বাংলা একাডেমির মহাপরিচালক কবি নুরুল হুদা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, মুক্তিযুদ্ধ যাদুঘরের ট্রাস্টি মফিদুল হক প্রমুখ।

(দ্য রিপোর্ট/আরজেড/১৯ মার্চ, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর