thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

২য় ডোজ পেলেন মিরপুরের সাড়ে ৬ হাজার ক্ষুদ্র ব্যবসায়ী

২০২২ মার্চ ১৯ ১৯:১৩:০৩
২য় ডোজ পেলেন মিরপুরের সাড়ে ৬ হাজার ক্ষুদ্র ব্যবসায়ী

দ্য রিপোর্ট প্রতিবেদক: করোনার সংক্রমণ ঠেকাতে বিশেষ ক্যাম্পেইনের আওতায় টিকার দ্বিতীয় ডোজ পেয়েছেন মিরপুরের সাড়ে ৬ হাজার ক্ষুদ্র ব্যবসায়ী। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনায় দোকান মালিক সমিতির ব্যবসায়ী ও তাদের কর্মচারীদের সিনোভ্যাকের টিকা দেয়া হয়েছে।

শনিবার (১৯ মার্চ) সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ৫টি কেন্দ্রে একযোগে চলে টিকাদান কর্মসূচি।

কেন্দ্রগুলো হলো- শাহ আলী সিটি করপোরেশন মার্কেট, মিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়, মিরপুর শপিং সেন্টার, শাহ আলী প্লাজা এবং জান্নাত একাডেমি উচ্চ বিদ্যালয়। এসব কেন্দ্রে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ৪০ জন ভ্যাকসিনেটর ও ৭০ জন স্বেচ্ছাসেবক প্রথম ডোজের টিকা প্রদানের সময় দেয়া রেজিস্ট্রেশন কার্ডের মাধ্যমে টিকা দেন এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীদের। ১৮ বছরের বেশি বয়সি দোকান মালিক ও কর্মচারীরা আগের রেজিস্ট্রেশন কার্ড দেখিয়ে গ্রহণ করেন দ্বিতীয় ডোজ টিকা।

কোকাকোলা ফাউন্ডেশনের সহযোগিতায় ও বাংলাদেশ দোকান-মালিক সমিতির উদ্যোগে রাজধানীর ক্ষুদ্র ব্যবসায়ীদের টিকাদান কর্মসূচি বাস্তবায়নে কাজ করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। আগামী ২৭ মার্চের মধ্যে রাজধানীর সিদ্ধেশ্বরী, যাত্রাবাড়ী, নিউ মার্কেট ও পুরান ঢাকার ক্ষুদ্র ব্যবসায়ীদের পর্যায়ক্রমে দ্বিতীয় ডোজের টিকা দেয়া হবে।

দেশের সব শ্রেণি-পেশার মানুষকে করোনা টিকার আওতায় আনতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় গত ১২ মার্চ থেকে রাজধানীর ক্ষুদ্র ব্যবসায়ীদের করোনার দ্বিতীয় ডোজ টিকা দেয়া শুরু হয়। ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা সিভিল সার্জন অফিসের প্রত্যক্ষ তত্ত্বাবধানে সমগ্র ঢাকা শহরের দোকান মালিক সমিতির ব্যবসায়ী এবং কর্মচারী এ টিকা পাবেন।

(দ্য রিপোর্ট/আরজেড/১৯ মার্চ, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর