thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

রোববার বন্ধ থাকবে সুপ্রিম কোর্ট

২০২২ মার্চ ১৯ ১৯:১৫:৪৭
রোববার বন্ধ থাকবে সুপ্রিম কোর্ট

দ্য রিপোর্ট প্রতিবেদক: প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রোববার (২০ মার্চ) সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদেশে এ বিষয়ে শনিবার (১৯ মার্চ) বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

বিজ্ঞপ্তির ভাষ্যমতে, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমদ শনিবার সকাল ১০টা ২৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মরহুম বিচারপতি শাহাবুদ্দিন আহমদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রোববার (২০ মার্চ) বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের অবকাশকালীন বেঞ্চের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া, তার জানাজার নামাজ রোববার সকাল ১০টায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। পরে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

(দ্য রিপোর্ট/আরজেড/১৯ মার্চ, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর