thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

পুঁজিবাজারে আসতে চায় বাংলালিংক

২০২২ মার্চ ২১ ২০:৩২:৫৪
পুঁজিবাজারে আসতে চায় বাংলালিংক

দ্য রিপোর্ট প্রতিবেদক: পুঁজিবাজারে আসতে চায় দেশের তৃতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর বাংলালিংক। এ লক্ষ্যে গতকাল সোমবার (২১ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে সিকিউরিটিজ কমিশন ভবনে ভিওন ও বাংলালিংকের একটি প্রতিনিধি দল বিএসইসির চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, বাংলালিংক পুঁজিবাজারে আসতে আগ্রহ দেখিয়েছে। এরই ধারাবাহিকতায় বাংলালিংক ও তার প্যারেন্ট কোম্পানি ভিওনের প্রতিনিধি দল চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সঙ্গে সাক্ষাত করেছেন। এ সাক্ষাৎ পর্বে তারা পুঁজিবাজারে আসার আগ্রহ প্রকাশ করেছে এবং বিএসইসির সহযোগিতা চেয়েছেন । বিষয়টি পুঁজিবাজারের খুবই ইতিবাচক। পুঁজিবাজারে তালিকাভুক্তির বিষয়ে বাংলালিংককে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

সৌজন্য সাক্ষাতপর্বে বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস, প্রধান অর্থ কর্মকর্তা সেম ভেলিপাসাংলু, ভিওনের কো-ফাউন্ডার এ কে ফাবেলা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা কান তারজিগলু উপস্থিত ছিলেন।

বিএসইসি সূত্রে জানা গেছে জানিয়েছে, কোম্পানিটি তার পরিশোধিত মূলধনের ১০ শতাংশ সমপরিমাণ অর্থ প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে সংগ্রহ করতে চায়।

(দ্য রিপোর্ট / টিআইএম/২১মার্চ,২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর