thereport24.com
ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ২০ রজব 1446

বিশিষ্টজনদের সাথে আজ সংলাপে বসছে ইসি

২০২২ মার্চ ২২ ১১:১৭:৩০
বিশিষ্টজনদের সাথে আজ সংলাপে বসছে ইসি

দ্য রিপোর্ট প্রতিবেদক: আজ বিশিষ্টজনদের সাথে সংলাপে বসছে ইসি। তবে এই আলোচনায় আমন্ত্রিত সুশীল সমাজের চল্লিশজনের প্রায় এক-তৃতীয়াংশ যোগ দিচ্ছে না বলে জানিয়েছেন। এছাড়া আমন্ত্রিত বাকীদের মধ্যে বড় অংশ আছেন সিদ্ধান্তহীনতায়। এজন্য নতুন নির্বাচন কমিশন পূণর্গঠন প্রক্রিয়ার প্রতি অনাস্থাকে দায়ী করেছেন কেউ কেউ।

নির্বাচনী পরিকল্পনা ঠিক করতে গত ১৩ মার্চ থেকে সংলাপ শুরু করে নতুন নির্বাচন কমিশন। যদিও সেই সংলাপে আমন্ত্রিত ত্রিশজন শিক্ষাবিদের মধ্যে আসেননি ১৭ জনই। যা নিয়ে অস্বস্তিতে পড়ে নতুন ইসি।

এবার সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে দেশের চল্লিশজন সুশীল সমাজের প্রতিনিধিকে। তালিকায় আছে, সাবেক তত্বাবধায়ক উপদেষ্টা, সাবেক সচিব, লেখক-সাংবাদিক, আইনজীবি, শিক্ষকসহ বিশিষ্টজনরা।

আমন্ত্রণ পা্ওয়া অন্তত বিশজন বিশিষ্ট নাগরিকের সাথে সংলাপ নিয়ে কথা বলে নিউজ টুয়েন্টিফোর। তাদের অন্তত ৮ জন অসুস্থতা, অনাস্থাসহ নানা কারণে সংলাপে যোগ দিচ্ছে না বলে জানান। সাত জন আছেন সিদ্ধান্তহীনতায়। বাকী ৫ জন যোগ দেবেন বলে জানান। আবার কেউ কেউ এখনই হতাশ হতে রাজি নন।

দিনক্ষণ ঠিক না হলেও সংলাপের জন্য এরপর আমন্ত্রণ জানানো হবে সিনিয়র সাংবাদিক কিংবা সাবেক নির্বাচন কমিশনারদের।

(দ্য রিপোর্ট/আরজেড/২২ মার্চ, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর