thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

হায়দ্রাবাদে বর্জ্যের গুদামে আগুন: নিহত ১১, আহত এক

২০২২ মার্চ ২৩ ১১:৩৭:৪৪
হায়দ্রাবাদে বর্জ্যের গুদামে আগুন: নিহত ১১, আহত এক

দ্য রিপোর্ট ডেস্ক: ভারতের হায়দ্রাবাদে পরিত্যক্ত মালামালের একটি গুদামে আগুন লেগে ১১ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ মার্চ) ভোরে হায়দ্রাবাদের ভোইগুদা এলাকায় এ ঘটনা ঘটে বলে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে।

গুদামের এক শ্রমিকতে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ‘শেডওয়ান ট্রেডার্স’ নামে গুদামের দ্বিতীয় তলায় ১২ জন শ্রমিক রাতে ঘুমিয়ে ছিলেন। কোনো এক সময় নিচতলায় পরিত্যক্ত মালামালের বর্জ্যের গুদামে আগুন লেগে তা ছড়িয়ে পড়ে।

‘উপর তলা থেকে বাইরে বেরোনোর একমাত্র রাস্তা ছিল নিচতলার গুদাম ঘরের দরজাটি। কিন্তু গুদাম ঘরের সাঁটারটি সেসময় বন্ধ ছিল।

সকাল ৮টার দিকে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয় এবং একজনকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।’ বলেন সেন্ট্রাল জোনের ডিসিপি এম রাজেশ চন্দ্র।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম রাত ৩টায় খবর পায়। ৯টি ইউনিট গিয়ে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।

গুদামে পরিত্যক্ত খালি বোতল, পত্রিকার পাতা, প্লাস্টিক, ক্যাবল মজুত করা ছিল।

(দ্য রিপোর্ট/আরজেড/২৩ মার্চ, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর