thereport24.com
ঢাকা, রবিবার, ৫ জানুয়ারি 25, ২২ পৌষ ১৪৩১,  ৫ রজব 1446

সৌদি আরব যেতে লাগবে না করোনা পরীক্ষা

২০২২ মার্চ ২৩ ১৫:১১:৩১
সৌদি আরব যেতে লাগবে না করোনা পরীক্ষা

দ্য রিপোর্ট প্রতিবেদক: বাংলাদেশ থেকে সৌদি আরব যেতে কোনো যাত্রীর করোনার আরটি পিসিআর টেস্ট করতে হবে না। শুধু করোনা প্রতিরোধক টিকা দেওয়ার সার্টিফিকেট নিলেই চলবে। থাকতে হবে না কোয়ারেন্টিনে।

সম্প্রতি করোনার প্রকোপ কমে আসায় নতুন ভ্রমণ বিধিনিষেধ জারি করেছে সৌদি সরকার। বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ও সৌদিতে ফ্লাইট পরিচালনাকারী একমাত্র প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে এক চিঠিতে বিষয়টি জানানো হয়।

মঙ্গলবার (২২ মার্চ) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

নতুন ভ্রমণ বিধিনিষেধে বলা হয়েছে, যাদের করোনার পূর্ণাঙ্গ ডোজের ভ্যাকসিন সার্টিফিকেট নেই তাদের সৌদি প্রবেশের ৭২ ঘণ্টা আগে আরটি পিসিআর টেস্ট করে নেগেটিভ রিপোর্ট নিতে হবে। ১২ বছর ও এর কম বয়সীদের জন্য পিসিআর টেস্ট করা বাধ্যতামূলক নয়।

যেসব যাত্রী ঢাকা থেকে ভিজিট ভিসা নিয়ে সৌদি আরব যাবেন তাদের কোভিড-১৯ ঝুঁকি সংক্রান্ত হেলথ ইন্স্যুরেন্স করতে হবে। তবে ওমরাহ এবং অন্যান্য ভিসার যাত্রীদের জন্য এই ইন্স্যুরেন্স বাধ্যতামূলক নয়।

যাত্রীদের উদ্দেশে বলা হয়েছে, বাংলাদেশি যাত্রীদের সৌদি যাত্রা শুরুর আগে ‘Muqeem’ অ্যাপ ডাউনলোড করে রেজিস্টার করতে হবে। পাশাপাশি ভ্রমণের ৮ ঘণ্টার মধ্যে ‘Tawakkalna’ নামে আরেকটি অ্যাপ ডাউনলোড করে স্বাস্থ্য-সংক্রান্ত কিছু তথ্য দিতে হবে।

(দ্য রিপোর্ট/আরজেড/২৩ মার্চ, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর