thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

দিনশেষের উত্থানে স্বস্তি ফিরলো পুঁজিবাজারে

২০২২ মার্চ ২৪ ১৮:৫১:১৭
দিনশেষের উত্থানে স্বস্তি ফিরলো পুঁজিবাজারে

দ্য রিপোর্ট প্রতিবেদক :সপ্তাহের শেষদিন বৃহস্পতিবার( ২৪ মার্চ ) দেশের পুঁজিবাজারে লেনদেনের শুরু থেকেই সূচকের উত্থান-পতন দেখা যায়। দুপুর ১২টা পর্যন্ত সূচক আগের দিনের একই অবস্থায় থাকলেও সোয়া ১২ টা থেকে ১ টা পর্যন্ত টানা দর পতন হয়। কিন্তু বেলার শেষ দেড় ঘন্টায় পতন থেকে ফেরত আসে বাজার।

বেলা শেষে আগের দিনের চেয়ে ডিএসই প্রধান সূচক ডিএসই এক্স ২ দশমিক ৪৭ পয়েন্ট যোগ হয়ে দিন শেষ হয় ৬৭৫২ পয়েন্টে। অন্য দুই সূচকের ডিএসই শরিয়া সূচক সামান্য বেড়ে ১৪৫৬পয়েন্টে দিন শেষ হয়। তবে ডিএসই ৩০ সূচক আগের দিনের চেয়ে ২ পয়েন্ট কমে অবস্থান করছে ২৪৬৬পয়েন্টে।দিনের শেষে উত্থানে স্বস্তি ফিরলো বিনিয়োগকারীদের মাঝে

সপ্তাহের শেষদিনের মতো সারা সপ্তাহেই ছিলো উত্থান পতন। সপ্তাহের শুরুর দু`দিন বাজারে টানা দর পতন চলে। নিয়ন্ত্রক সংস্থার নির্দিষ্ট কারো বক্তব্য ছাড়া একটি জাতীয় দৈনিকে খবর প্রকাশ করা হয় একদিনে শেয়ারের দাম কমার সার্কিট ব্রেকার ২ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হচ্ছে। এমন গুজবেই সপ্তাহের প্রথম দুইদিন টানা দরপতনের প্রধান কারন বলে মনে করেন বাজার বিশ্লেষকরা। সোমবারও বাজারে একই অবস্থা বিরাজ করে। সোমবার বেলা শেষের ঘন্টায় ক্রয়চাপ লক্ষ্য করা গেলে বিনিয়োগকারীদের মনে মঙ্গলবার বাজারে স্বাভাবিকতা ফিরবে এই আশায় বুক বাঁধে। যথারীতি বাজার নিরাশ করেনি বিনিয়োগকারীদের। বাজার ঘুরে দাঁড়ায় মঙ্গলবার। বুধবার আবার দরপতনের পর সপ্তাহের শেষ দিন সূচকের কিছুটা উত্থান অন্তত বিনিয়োগকারীদের মনোবল বাড়তে সাহায্য করবে বলে মনে করেন বাজার গবেষকরা।

সপ্তাহের শেষদিন ১৪৩ টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। কমেছে ১৭১টির। আগের দিনের মতো একই দামে লেনদেন হয়েছে ৬৫ টি কোম্পানির শেয়ার।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৮২৯ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার । যা আগের কার্যদিবস থেকে ৩৩ কোটি ৬১ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৮৬৩ কোটি ২০ লাখ টাকার।

এদিন লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হচ্ছে বেক্সিমকো,ফরচুন,অরিয়ন ফার্মা,দ্য প্রিমিয়ার ব্যাংক,সোনালি পেপার,ফারইস্ট লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড,ডেলটা লাইফ,বিডিকম,বেক্সিমকো ফার্মাসিটিক্যালস,বাংলাদেশ শিপিং কর্পোরেশন।

(দ্য রিপোর্ট/ মাহা/ টিআইএম/২৪ মার্চ,২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর