thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

রাজধানীতে রেকর্ড ডায়রিয়া রোগী ভর্তি

২০২২ মার্চ ২৪ ২০:৪৫:৪৯
রাজধানীতে রেকর্ড ডায়রিয়া রোগী ভর্তি

দ্য রিপোর্ট প্রতিবেদক: মঙ্গলবার থেকে বুধবার (২৩ মার্চ) ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে আন্তর্জাতিক উদরাময় রোগ গবেষণা কেন্দ্র, বাংলাদেশে (আইসিডিডিআর,বি) ১ হাজার ২৭২ জন রোগী ভর্তি হয়েছেন। গত এক সপ্তাহে এ সংখ্যা ৮ হাজার ১৫২ জন।

বৃহস্পতিবার (২৪ মার্চ) আইসিডিডিআর,বি জানায়, রাজধানীতে ডায়রিয়া ও কলেরার প্রকোপ রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। অতিরিক্ত গরম আর বাইরের দূষিত পানি ও অস্বাস্থ্যকর খাবার খাওয়ার কারণেই এমন পরিস্থিতি হচ্ছে।

চিকিৎসকরা বলছেন, এখন প্রতিদিন গড়ে প্রায় ১২শ’ রোগী ভর্তি হচ্ছেন। আইসিডিডিআর,বির সর্বশেষ গবেষণা বলছে, বড়দের মধ্যে প্রায় ৩০ শতাংশ কলেরা, ইকুলিয়া ব্যাকটেরিয়া, শিশুদের শরীরে রটা ভাইরাসহ বিভিন্ন ধরণের ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া গেছে।

আইসিডিডিআর,বির গণমাধ্যম ব্যবস্থাপক তারিফুল ইসলাম খান বুধবার গণমাধ্যমকে বলেন, ২০১৮ তে বেড়েছিলো ডায়রিয়া রোগী। তখন আমাদের গড়ে ১০০০ এর মতো রোগী ছিল। সর্বোচ্চ ছিল ১ হাজার ৪৭ জন। কিন্তু এই প্রথম ১ হাজার ২০০ জন ছাড়িয়ে গেছে, এর আগে কখনও হয়নি।

আন্তর্জাতিক উদরাময় রোগ গবেষণা কেন্দ্র বলছে গত ১৬ মার্চ ১ হাজার ৫৭ জন রোগী চিকিৎসা নিতে আসে। পরদিন তা বেড়ে দাঁড়ায় ১ হাজার ১৪১ জনে। ২০ মার্চ রোগীর সংখ্যা পৌঁছে যায় ১ হাজার ২১৬ জনে, পরদিন ছিল ১ হাজার ১৭১ জন।

সব মিলিয়ে ১৬ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত এক সপ্তাহে ৮ হাজার ১৫২ জন রোগী এই হাসপাতালে ডায়রিয়ার চিকিৎসা নেয়।

আইসিডিডিআর,বি হাসপাতালের প্রধান ডা. বাহারুল আলম বলেন, সাধারণত প্রতিদিন সাড়ে তিনশ’ থেকে চারশ’ রোগী থাকে। রোগীর সংখ্যা বাড়লে সেটা ৯০০-১০০০ বা এর বেশিও বেড়েছে। কিন্তু এবারই এটা ১ হাজার ২০০ ছাড়িয়ে গেছে।

তিনি জানান, যাত্রাবাড়ী, মোহাম্মদপুর, দক্ষিণখান থেকে ডায়রিয়া আক্রান্ত মানুষ বেশি আসছে। এছাড়া রাজধানীর অন্যান্য জায়গায়ও রোগী শনাক্ত হচ্ছে।

(দ্য রিপোর্ট/আরজেড/২৪ মার্চ, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

স্বাস্থ্য এর সর্বশেষ খবর

স্বাস্থ্য - এর সব খবর