thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

হরতালের নামে সহিংসতা হলে ব্যবস্থা নেবে আইন-শৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

২০২২ মার্চ ২৪ ২০:৪৬:৪৩
হরতালের নামে সহিংসতা হলে ব্যবস্থা নেবে আইন-শৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক: আগামী ২৮ মার্চ হরতালের নামে কেউ যদি রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে, সহিংসতা বা ভাংচুর করা হয় তাহলে আইন-শৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইনে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে বিপ্লবীরা যে অস্ত্রাগার দখলে নিয়ে ব্রিটিশ শাসকদের ভিত নাড়িয়ে দিয়েছিল, চট্টগ্রামের সেই অস্ত্রগার সংরক্ষণ করে গড়ে তোলা পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন৷

এসময় তিনি আরও বলেন, হরতাল ডাকার অধিকার রাজনৈতিক দলের রয়েছে, তবে সেই হরতালে জ্বালাও পোড়াও, ভাংচুর, সহিংসতা করে জনগণের জানমালের ক্ষতি করলে তা আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর হাতে দমন করবে।

যেকোনো নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনে অংশ না নিয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে উল্লেখ করে মন্ত্রী বলেন, আওয়ামীলীগ জনগণের উপর আস্থাশীল। যারা এই ধরনের অপচেষ্টা করবে জনগণই থেকে তারা দূরে সরে যাবে।

(দ্য রিপোর্ট/আরজেড/২৪ মার্চ, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর