thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

রাজধানীতে প্রকাশ্যে গুলি, আওয়ামী লীগ নেতাসহ নিহত ২

২০২২ মার্চ ২৫ ১২:১৮:২৫
রাজধানীতে প্রকাশ্যে গুলি, আওয়ামী লীগ নেতাসহ নিহত ২

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর শাহজাহানপুর এলাকায় প্রকাশ্যে দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলিতে আওয়ামী লীগ নেতাসহ দুইজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ মার্চ) রাত ১০টার দিকে নারকীয় এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু (৫৪) ও পুরান ঢাকার একটি কলেজের সম্মান শ্রেণির শিক্ষার্থী সামিয়া আফরিন প্রীতি (২৪)।

জানা গেছে, ঘটনার সময় টিপু গাড়িতে ছিলেন। গুলিতে তার গাড়িচালক মনির হোসেন মুন্না (২৬) আহত হয়েছেন। এছাড়া শিক্ষার্থী প্রীতি রিকশায় ছিলেন। সেখানেই গুলিবিদ্ধ হন তিনি। রাত সোয়া ১১টার দিকে তাদের তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত মুন্না সেখানে চিকিৎসাধীন।

মতিঝিল বিভাগের সবুজবাগ জোনের সহকারী কমিশনার (এসি) মনতোষ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। তবে ঘটনাস্থলে সিআইডির ক্রাইমসিন ইউনিটসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কাজ করছেন। এছাড়া আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

পারিবারিক সূত্র জানায়, খিলগাঁওয়ের বাগিচা এলাকায় পরিবার নিয়ে থাকতেন টিপু। তার অফিস শান্তিনগরে। তিনি মতিঝিল আইডিয়াল স্কুলের গভর্নিং বডির সদস্য ছিলেন। তার দ্বিতীয় স্ত্রী ফারহানা ইসলাম ডলি মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি এবং ঢাকা মহানগর দক্ষিণের ১, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর।

এদিকে, নিহত তরুণীর বান্ধবী সুমাইয়া জানান, মালিবাগের শান্তিবাগ এলাকার ২১৮ নম্বর বাসায় থাকতেন প্রীতি। বৃহস্পতিবার রাতে তিনি সুমাইয়ার তিলপাপাড়া এলাকা থেকে বাসায় ফিরছিলেন। দুইজন একই রিকশায় ছিলেন। হঠাৎ তারা গুলির শব্দ পান। কিছু বুঝে ওঠার আগেই প্রীতি গুলিবিদ্ধ হন। প্রীতির বাবার নাম জামাল উদ্দিন। গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার কড়ইবাড়িতে। জামাল উদ্দিন জানান, তার এক ছেলে ও এক মেয়ের মধ্যে প্রীতি বড়। তিনি বদরুন্নেছা সরকারি কলেজে পড়তেন।

(দ্য রিপোর্ট/আরজেড/২৫ মার্চ, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর