thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

অত্যাধিক গরম ও খোলা খাবারে বাড়ছে ডায়রিয়া

২০২২ মার্চ ২৫ ১৯:২০:৪৩
অত্যাধিক গরম ও খোলা খাবারে বাড়ছে ডায়রিয়া

দ্য রিপোর্ট প্রতিবেদক: গরমের শুরুতেই বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। রাজধানীর আইসিডিডিআরবি হাসপাতালে, ১৬ থেকে ২৩ মার্চ পর্যন্ত ভর্তি হয়েছেন নয় হাজারেরও বেশি রোগী। যাদের মধ্যে ৩০ শতাংশই কলেরায় আক্রান্ত। চিকিৎসকরা বলছেন, অত্যাধিক গরম, খোলা খাবার এবং দূষিত পানি পান করাই হঠাৎ ডায়রিয়া বাড়ার অন্যতম কারণ।

ঢাকা মহানগর ও আশপাশের এলাকায় হঠাৎ বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। হাসপাতাল গুলোতে বাড়ছে রোগীর সংখ্যাও।

রাজধানীর আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র-আইসিডিডিআরবিরতে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ায় হাসপাতালের বাইরেও টানানো হয়েছে দুটি তাঁবু। আক্রান্তের মধ্যে সিংহাভাগই বয়স্ক। তবে শিশুদের সংখ্যাও নেহাত কম নয়।

ভর্তি রোগীর ৩০ শতাংশই কলেরায় আক্রান্ত। রয়েছে সিভিয়ার রোগীও। আবহাওয়ার পরিবর্তন, অত্যাধিক গরম, খোলা খাবার এবং দূষিত পানি পান করাই হঠাৎ ডায়রিয়া বাড়ার অন্যতম কারণ, বলছেন চিকিৎসকরা।

১৬ই মার্চ থেকে প্রতিদিনই এক হাজারের বেশি ডায়রিয়া আক্রান্ত রোগী এসেছে আইসিডিডিআরবি হাসপাতালে। আর ২৩ মার্চ পর্যন্ত ভর্তি হয়েছে নয় হাজার ৩৮৫ জন রোগী। যা মোট আক্রান্তের ২৩ শতাংশ।

২০০৭ ও ২০১৮ সালের পর এবারই এত রোগী ভর্তি হওয়ার দৃশ্য চোখে পড়ে। এ ক্ষেত্রে বিশুদ্ধ পানি খাওয়ার পাশাপাশি রাস্তার খোলা খাবার বাদ দেয়ার পরামর্শ চিকিৎকদের।

(দ্য রিপোর্ট/আরজেড/২৫ মার্চ, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

স্বাস্থ্য এর সর্বশেষ খবর

স্বাস্থ্য - এর সব খবর