thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

ছিনতাইকারীর ছুরিকাঘাতে চিকিৎসক নিহত

২০২২ মার্চ ২৭ ১৩:৫৭:৫৬
ছিনতাইকারীর ছুরিকাঘাতে চিকিৎসক নিহত

রাজধানীর শেওড়াপাড়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে বুলবুল হোসেন নামে এক ডেন্টাল চিকিৎসক নিহত হয়েছেন। রবিবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশের মিরপুর বিভাগের ডিসি আফম মাহতাবউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের এই কর্মকর্তা জানান, ভোরে শেওড়াপাড়ার বাসা থেকে নোয়াখালীর উদ্দেশে রওনা দেন ডেন্টাল চিকিৎসক বুলবুল হোসেন। ধারণা করা হচ্ছে- বাসা থেকে বের হলে তিনি ছিনতাইকারীর কবলে পড়েন এবং ছুরিকাঘাতে নিহত হন। তার মরদেহ সোহরাওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

রাজধানীর মগবাজারে ডেন্টাল চিকিৎসক বুলবুলের ‘রংপুর ডেন্টাল’ নামে একটি চেম্বার রয়েছে। সেখানে নিয়মিত দাঁতের চিকিৎসা সেবা প্রদান করতেন তিনি।

(দ্য রিপোর্ট/আরজেড/২৭ মার্চ, ২০২২)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর