thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১,  ১৭ জমাদিউস সানি 1446

হাসপাতালে ডায়রিয়া রোগীর ভিড় কমছেই না

২০২২ মার্চ ২৮ ১০:২০:১৬
হাসপাতালে ডায়রিয়া রোগীর ভিড় কমছেই না

দ্য রিপোর্ট প্রতিবেদক: দেশে ডায়রিয়া পরিস্থিতি অনেকটা অপরিবর্তিত রয়েছে। রাজধানীর মহখালীর আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) ডায়রিয়া হাসপাতালে প্রতি এক ঘণ্টায় প্রায় ৫২ জন রোগী ভর্তি হচ্ছে। হাসপাতালে গত শনিবার এক হাজার ২৪৫ জন এবং গতকাল রবিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৮ ঘণ্টায় ৯৫৪ রোগী ভর্তি হয়েছে।

আইসিডিডিআরবির তথ্য মতে, ২০০৭ সালে এই হাসপাতালে প্রতিদিন গড়ে প্রায় এক হাজার রোগী ভর্তি হয়।

২০১৮ সালেও প্রতিদিন গড়ে এক হাজার ৫৭ রোগী ভর্তি হয়। সংশ্লিষ্টরা বলছেন, ১৯৬২ সালে আইসিডিডিআরবির কার্যক্রম শুরুর পর এত ডায়রিয়া রোগী আগে কখনো দেখা যায়নি।

গতকাল সরেজমিন দেখা যায়, প্রায় প্রতি মিনিটে সিএনজিচালিত অটোরিকশা বা অ্যাম্বুল্যান্সে করে আইসিডিডিআরবির প্রধান ফটক দিয়ে রোগী ঢুকছে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) নাজমুল ইসলাম বলেন, ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে।

আইসিডিডিআরবি হাসপাতালে কর্তব্যরত নার্স, ওয়ার্ডবয় ও চিকিৎসকরা রোগী সামাল দিতে হিমশিম খাচ্ছেন। হুইলচেয়ারের অভাবে স্বজনরা কোলে করে রোগীদের শয্যা পর্যন্ত নিয়ে যাচ্ছেন। প্রাথমিক অবস্থায় অনেক রোগী শয্যা পাচ্ছে না। প্রায় চলনশক্তিহীন রোগীরা বাধ্য হয়ে হাসপাতালের মেঝেতে শুয়ে পড়ছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল দুপুর পর্যন্ত আইসিডিডিআরবিতে ভর্তি রোগী ছিল এক হাজার ৩০০। সাময়িক সুস্থ হয়ে বাড়ি ফিরে আবার হাসপাতালে ভর্তির ঘটনাও ঘটছে। যাত্রাবাড়ীর জহুরুল ইসলাম (৫৬) বলেন, তিনি ২০ মার্চ ভর্তি হয়েছিলেন। ২১ মার্চ কিছুটা সুস্থ হলে বাড়ি চলে যান। ওই রাতেই আবার ডায়রিয়া শুরু হলে পরদিন ২২ মার্চ এসে ভর্তি হন।

গতকাল ভর্তি হওয়া ও হাসপাতালে ভর্তি থাকা অন্তত ৩০ রোগীর সঙ্গে কথা বলে জানা যায়, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে আসা বেশির ভাগ রোগীই নিম্ন আয়ের।

(দ্য রিপোর্ট/আরজেড/২৮ মার্চ, ২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

স্বাস্থ্য এর সর্বশেষ খবর

স্বাস্থ্য - এর সব খবর