thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

এসএমই খাতে লেনদেনে লাগবে না আলাদা নিবন্ধন

২০২২ মার্চ ২৯ ২০:০১:৪৬

দ্য রিপোর্ট প্রতিবেদক : এসএমই প্ল্যাটফর্মে লেনদেন প্রক্রিয়া আরও সহজ করল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এখন থেকে এসএমই প্ল্যাটফর্মে লেনদেনের জন্য একজন কোয়ালিফাইড ইনভেস্টরকে আগে থেকে রেজিষ্ট্রেশন করতে হবে না। অটোমেটেড পদ্ধতিতে হয়ে যাবে রেজিষ্ট্রেশন। ডিএসইর ওয়েবসাইট সুত্রে পাওয়া খবরে এমনটা জানা গেছে। সোমবার (২৮ মার্চ) ডিএসইর ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে পুঁজিবাজারে এসএমই প্ল্যাটফর্মে লেনদেন করার ক্ষেত্রে বিনিয়োগকারীদের ডিএসইর ইএসএস ওয়েবসাইটে অনলাইন ফর্ম পূরণ করে তা মেইল করতে হতো। ডিএসই তা যাচাই-বাছাই করে পরে অনুমোদন দিত। কিন্তু ডিএসই প্রাপ্ত খবর মতে এখন থেকে বিনিয়োগকারীদের আর রেজিস্ট্রেশন করতে হবে না। বিনিয়োগকারীদের পোর্টফোলিওতে ২০ লাখ টাকার বিনিয়োগ (ক্রয়মূল্য বা বাজারদরের সর্বোচ্চটা বিবেচ্য) থাকলেই ডিএসই স্বয়ংক্রিয়ভাবে রেজিস্ট্রেশন করে দেবে। নিবন্ধনের পরে বিনিয়োগকারীরা এসএমই প্লাটফর্মে থাকা শেয়ারের মূল মার্কেটের মতোই কেনাবেচা করতে পারবে। লেনদেনের ক্ষেত্রে শুধুমাত্র ব্রোকারেজ হাউসগুলোর নির্ধারিত ফি দিতে হবে।

তবে, ডিএসই এ রেজিস্ট্রেশন প্রক্রিয়া প্রতি প্রান্তিক অন্তর করবে। এজন্য সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) বা ডিপোজিটরি পার্টিসিপেন্ট (ডিপি) প্রতি প্রান্তিকে কোয়ালিফাইড ইনভেস্টেরের তথ্য সরবরাহ করবে।

এর আগে গত ১৭ ফেব্রুয়ারি এসএমই মার্কেটে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়াতে কোয়ালিফাইড ইনভেস্টর হওয়ার জন্য শেয়ারবাজারে বিনিয়োগ ৫০ লাখ টাকা থেকে কমিয়ে ২০ লাখ টাকায় নামিয়ে আনে বিএসইসি। অর্থাৎ ২০ লাখ টাকা বিনিয়োগ থাকলেই কোয়ালিফাইড ইনভেস্টর হিসেবে বিবেচ্য হবে। এই এসএমই মার্কেটে লেনদেন করার জন্য কোয়ালিফাইড ইনভেস্টর হিসেবে বিবেচ্য হওয়ার শর্ত রয়েছে।

২০১৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে ইচ্ছুক স্বল্প মূলধনী কোম্পানির জন্য উভয় স্টক এক্সচেঞ্জে ‘স্মল ক্যাপিটাল প্লাটফর্ম’ নামে আলাদা বাজার গঠনের সিদ্ধান্ত নেয় নিয়ন্ত্রক সংস্থা। এর পরিপ্রেক্ষিতে স্বল্প মূলধনের কোম্পনির জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (কোয়ালিফাইড ইনভেস্টর অফার বাই স্মল ক্যাপ কোম্পানিজ) রুলস২০১৬প্রণয়ন করে। পরে২০১৮ সালে এর কিছু বিধি সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়। যার প্রেক্ষিতে২০১৯সালের ৩০ এপ্রিল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) স্মল ক্যাপ মার্কেট (এসএমই) প্ল্যাটফর্ম উদ্বোধন করে।২০২১সালের সেপ্টেম্বরে শেয়ারবাজারে এসএমই প্রতিষ্ঠানের লেনদেন শুরু হয়।

বর্তমানে ডিএসইর এসএমই প্ল্যাটফর্মে লেনদেন করা কোম্পানি ১০টি। এগুলো হলো—মাস্টার ফিড অ্যাগ্রোটেক, অরিজা অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ, অ্যাপেক্স ওয়েভিং অ্যান্ড ফিনিসিং মিলস, ওয়ান্ডারল্যান্ড টয়েস, হিমাদ্রি, বেঙ্গল বিস্কুট, মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ, কৃষিবিদ ফিড, মামুন অ্যাগ্রো প্রোডাক্টস ও নিয়ালকো অ্যালয়স।

(দ্য রিপোর্ট / টিআইএম/২৯মার্চ,২০২২)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর